বাদশা আলম, বগুড়া:উত্তরাঞ্চলের অন্যতম প্রধান আলু উৎপাদনকারী হিসেবে খ্যাত বগুড়া জেলা। এ জেলায় সংকট না থাকলেও মৌসুমের শুরুতেই বীজআলুর কৃত্রিম সংকট তৈরি করেছেন অসাধু ব্যবসায়ীরা। এভাবে তারা সিন্ডিকেটের মাধ্যমে কৃষকদের কাছ থেকে কোটি কোটি টাকা হাতিয়ে নিচ্ছেন। এছাড়াও ডিলারদের কাছে কতিপয় কৃষকরা অগ্রিম বুকিং দেয়ার ফলে বীজ সহজেই পাচ্ছেনা বলে এমন অভিযোগও তুলেছে সাধারণ কৃষকেরা।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্রে জানা যায়, চলতি মৌসুমে বগুড়ায় সাড়ে ৫৫ হাজার হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর জন্য প্রায় ৯০ হাজার মেট্রিকটন বীজআলুর প্রয়োজন। এরমধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) ৭-৮ শতাংশ, বিভিন্ন বেসরকারি প্রতিষ্ঠান ২০-২৫ শতাংশ এবং প্রয়োজনীয় বীজ কৃষক ব্যক্তিগত উদ্যোগে সংরক্ষণ করেন।
পর্যাপ্ত সরবরাহ থাকলেও বেশিরভাগ ব্যবসায়ী ও ডিলার তাদের দোকান ও গুদামে বীজআলু রাখছেন না। নির্ধারিত দামের চেয়ে টাকা বেশি দিলেই অজ্ঞাত স্থান থেকে তাদের কাছে বীজআলু পৌঁছে দেওয়া হচ্ছে বলে এমন অভিযোগ তুলছেন কৃষকরা।
জেলার বগুড়ার বিভিন্ন এলাকার কৃষকদের সাথে আলাপচারিতায় জানা যায়, বগুড়ার স্থানীয় হাট-বাজার, ডিলার পর্যায়ে এবং হিমাগারগুলোতে আলুবীজ মানভেদে ৮০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। আর ব্র্যাক সিড এ গ্রেডের বীজ ৮০ এবং বি গ্রেডের বীজ ৭৮ টাকা কেজিতে বিক্রি করলেও সিন্ডিকেট ব্যবসায়ী তা ১২০ টাকা কেজি দরে বিক্রি করছেন বলে অভিযোগ রয়েছে। এছাড়াও বিভিন্ন মানের বীজআলু ৮৫-৯০ টাকা কেজিতে বিক্রি হচ্ছে হিমাগারগুলোতে।
আর বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশন (বিএডিসি) তাদের বিভিন্ন জাতের ও মানের বীজআলু বিক্রি করছে ৫৫ থেকে ৬৮ টাকা কেজি। তবে চাইলেও সেই বীজআলু সহজে মিলছে না। নির্ধারিত দামের চেয়ে টাকা বেশি দিলেই অজ্ঞাত স্থান থেকে মিলছে বীজআলু, এমন অভিযোগ কৃষকদের।
ডিলাররা বলছেন, আলু চাষ মৌসুম শুরুতে সবাই একসঙ্গে বীজ কেনায় চাহিদা বেড়ে গেছে। কিন্তু সে তুলনায় এবার সরবরাহ কম। এছাড়া যেসব কৃষক আগাম বুকিং দিয়েছেন তারাই আগে বীজ পাচ্ছেন। তাছাড়া বিগত বছরগুলোতে লাভ বেশি হওয়ায় কৃষকরা আরও বেশি পরিমাণ জমিতে আলু চাষ করার কারণে বেশি বীজ প্রয়োজন হওয়ায় অসাধু সিন্ডিকেট চক্র ফায়দা লুটছে।
বগুড়া জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর সূত্র বলছে, বগুড়া গত বছর ৫৫ হাজার ২৬০ হেক্টর জমিতে ১১ লাখ ৯৩ হাজার ১১৬ মেট্রিকটন আলু উৎপাদন হয়। আর চলতি মৌসুমে সাড়ে ৫৫ হাজার হেক্টর জমিতে আলু উৎপাদনের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ১১ লাখ ৯৯ হাজার ৯১০ মেট্রিকটন। বগুড়ায় এস্টরিক, গ্রানুলা, ডায়মন্ড, কার্ডিনাল ও রোমানা জাতের আলু বেশি চাষ হয়ে থাকে।
এদিকে বগুড়া শেরপুরেও আলুর বীজ বিক্রিও সিন্ডিকেটের দখলে। ফলে স্থানীয় বাজারে আলু বীজের কৃত্রিম সংকট তৈরি করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে। ডিলার ও ব্যবসায়ীদের কাছে বার বার ধর্ণা দিয়েও বীজ মিলছে না। তাছাড়া কিছু ডিলারদের কাছে কতিপয় কৃষকরা অগ্রিম বুকিং দেয়ার ফলে বীজ সহজেই পাচ্ছেনা বলে এমন অভিযোগ তুলছেন সাধারণ কৃষকেরা। তারা জমি তৈরির আগেই যেমন বীজের প্রাপ্তিতা নিয়ে সংকট, আবার চাহিদা অনুযায়ী মানসম্মত বীজ মিলবে কিনা তা নিয়ে শঙ্কায় রয়েছেন। যার ফলে আলু চাষ ব্যাহত হওয়ার আশঙ্কা করছেন স্থানীয় কৃষকদের মাঝে।
এদিকে কৃষকদের জিম্মি করে অসাধু ব্যবসায়ী ও ডিলারদের সমন্বয়ে গড়ে ওঠা ওই সিন্ডিকেট ইচ্ছেমতো দামে আলু বীজ বিক্রি করে কোটি কোটি টাকা হাতিয়ে নেয়ার মিশনে মাঠে নেমেছেন। এরই ধারাবাহিকতায় নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তা বীজ আলু ৫শ’ থেকে এক হাজার টাকা বেশি নিয়ে অগ্রিম বুকিংয়ের মাধ্যমে বিক্রি করছেন বলে অভিযোগ উঠেছে।
ব্র্যাক সিড এন্ড এগ্রো’র টিএসও শফিকুল ইসলাম জানান, গত বছরের তুলনায় দেড়শ’ মেট্রিক টন বীজ কম এসেছে এই অঞ্চলে। খুচরা বাজারে আলুর দাম বেশি থাকায় কৃষকরা এবার বেশি জমিতে আলু চাষ করবেন, ফলে বীজের চাহিদা বেড়েছে। তবে কোন অবস্থাতেই কোম্পানি নির্ধারিত দামের চাইতে বেশি দামে বিক্রি করা যাবে না।
শেরপুর উপজেলায় চলতি মৌসুমে আলু চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২৭’শ হেক্টর জমিতে। অর্জন হয়ে প্রায় ৬’শ হেক্টর জমি। সেক্ষেত্রে আলু বীজের চাহিদা রয়েছে ৪ হাজার ৫০ মেট্রিক টন। এরমধ্যে বিএডিসি’র বীজ শতকরা ৭ভাগে ৩’শ মেট্রিক টন, ব্র্যাক সীডের ১২৫০ মেট্রিক টন, চাহিদার বাকী বীজগুলো কৃষকরা নিজস্বভাবে ও দেশের বিভিন্ন কোম্পানীর মাধ্যমে সংগ্রহ করে থাকেন। প্রতি হেক্টর জমিতে ১৫’শ কেজি তথা বিঘা প্রতি ২০০ কেজি বীজ রোপন করতে হয় কৃষকদের।
এ প্রসঙ্গে উপজেলা কৃষি কর্মকর্তা মোছা. ফারজানা আকতার বলেন, ডিলাররা নির্ধারিত দামের বাইরে বেশি দামে বীজ বিক্রি করতে পারবেন না। এরপরও যারা সেটি করলে-তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে। এছাড়া ব্রাক, এসিআইসহ বেসরকারি বীজ কোম্পানির কত টন বীজ শেরপুরে বরাদ্দ তা আমার জানা নেই। আমরা তাদের লোকজনকে ডেকে নির্ধারিত দামে যেন বিক্রি হয় সে ব্যবস্থা নেব। তাছাড়া আলু বীজ নিয়ে সিন্ডিকেট ভাংতে উপজেলার ২৩জন বিএডিসি’র ডিলারদের উপর নজরদারি রাখা হয়েছে। ইতিমধ্যে লাব্বি সীড কোম্পানীর বিরুদ্ধে অভিযোগ পাওয়ায় ১ লাখ টাকা জরিমানা আদায় করেছে উপজেলা প্রশাসন।
এদিকে চলতি মৌসুমে বগুড়ার শাজাহানপুর উপজেলায় বীজ আলুর চাহিদা ২২ হাজার ৫২৩ মেট্রিক টন হলেও বীজ উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠান থেকে এ উপজেলায় বরাদ্দ মিলেছে মাত্র ৭১৫ মেট্রিক টন। গত মঙ্গলবার(১৯ নভেম্বর) এক সংবাদ সম্মেলনের মাধ্যমে এমন তথ্য প্রকাশ করেন বীজ আলু ডিলারগণ। এবছর বীজ আলুর চাহিদা ২২ হাজার ৫২৩ মেট্রিক টন। কিন্তু বীজ উৎপাদনকারী ৩টি প্রতিষ্ঠান থেকে বরাদ্দ পাওয়া গেছে মাত্র ৭১৫ মেট্রিক টন। এর মধ্যে ব্র্যাক থেকে ৪৫০ মেট্রিকটন, কিষাণ বোটানিক্স লিমিটেড থেকে ১৬৫ মেট্রিক টন এবং বিএডিসি থেকে পাওয়া গেছে ১০০ মেট্রিক টন। যা চাহিদার তুলনায় নগন্য। অপরদিকে কৃষকের মাঝে ব্র্যাকের বীজ আলুর চাহিদা বেশি থাকায় গত অক্টোবরেই অগ্রিম বুকিংয়ের মাধ্যমে ব্র্যাকের সমস্ত বীজ রিটেইলার এবং কৃষকদের মাঝে বিক্রি করা হয়েছে।
সারাদেশে আলুর দাম স্বাভাবিক রাখতে ব্র্যাক সহ সকল আলু বীজ ডিলার বাতিল ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানায়। গত ১৮ নভেম্বর দুপুরে বগুড়ার শাজাহানপুরে উপজেলার নয়মাইল এলাকায় ঢাকা-বগুড়া মহাসড়কে অর্ধশতাধিক স্থানীয় আলুচাষীর উপস্থিতিতে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এ সময় কৃষকেরা জানান, আলু বীজ ডিলারা ৩ হাজার ১৬০ টাকা সরকারী দরের বিপরীতে সিন্ডিকেটের মাধ্যমে বীজ সংকট সৃষ্টি করে ৫ থেকে ৬ হাজার টাকা করে বিক্রি করছে। এমতাবস্থায় সকল আলু বীজ ডিলার বাতিল ও অসাধু ব্যবসায়ীদের শাস্তির দাবি জানায়।
জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর বগুড়ার উপ-পরিচালক মতলুবর রহমান বলেন, বগুড়ায় বীজআলুর কোন সংকট নেই। বগুড়ার ৪২টি হিমাগার, বিভিন্ন বেসরকারি কোম্পানিসহ কৃষক পর্যায়ে পর্যাপ্ত বীজআলু রয়েছে। এ ছাড়াও বগুড়ায় ব্যাপক পরিমাণ জমিতে আলু চাষ হয়, আর মৌসুমের শুরুর দিকে বাড়তি চাহিদাকে পুঁজি করে একটি অসাধু সিন্ডিকেট কৃত্রিম সংকট তৈরি করে কৃষকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়। তিনি বলেন, এই অসাধু সিন্ডিকেট বন্ধ করতে সরকারের বিভিন্ন সংস্থাসহ তারা বাজার মনিটরিং করছেন বলে এই কর্মকর্তা দাবী করেন।