ঢাকাThursday , 21 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জের মাদারগঞ্জ ডিগ্রী কলেজে অধ্যক্ষ নিয়ে আবারও জটিলতা!

Mahamudul Hasan Babu
November 21, 2024 12:39 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধি: রংপুরের পীরগঞ্জ উপজেলার মাদারগঞ্জ ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নিয়ে আবারও জটিলতার সৃষ্টি হয়েছে। গত ১৯ শে নভেম্বর জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের গঠিত তদন্ত কমিটির প্রতিবেদনে ভারপ্রাপ্ত অধ্যক্ষ রায়হান কবির প্রধানকে দায়িত্ব থেকে অব্যহতি দেয়ার সুপারিশ করায় এই জটিলাার সৃষ্টি হয়। উল্লেখ্য, রাজনৈতিক পট পরিবর্তন হলে গত ১৪ ই আগষ্ট কলেজের ১৩ তম জ্যেষ্ঠ প্রভাষক রায়হান কবির প্রধান এক ধরনের বলপূর্বক ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব নেন। পরবর্তীতে উপাধ্যক্ষ বাহালুল জাতীয় বিশ^বিদ্যালয়ে এডহক কমিটি গঠনের আবেদন করলে কর্তৃপক্ষ ১ সেপ্টেম্বর অনুমোদন দেয়। এরপর ২ তারিখে এডহক কমিটি উপাধ্যক্ষকে ভারপ্রাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব দেয়। গত ১৯ সেপ্টেম্বর প্রভাষক রায়হান কবির প্রধান এর আবেদেনের প্রেক্ষিতে ওই দিনে কমিটি স্থগিত করে ২ সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করে। পর দিন তদন্ত কমিটি কলেজে এসে তদন্ত করে প্রতিবেদন দেওয়ার আগেই ১৪ নভেম্বর আকস্মিকভাবে নতুন কমিটি অনুমোদন দেয় জাতীয় বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষ। ১৯ শে নভেম্বর তদন্ত কমিটির প্রতিবেদনের সুপারিশের ভিত্তিতে জাতীয় বিশ^বিদ্যালয় বিধি অনুযায়ী ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদানের বিষয়ে বিশ^বিদ্যালয়টির ভারপ্রাপ্ত কলেজ পরিদর্শক আব্দুল হাই সিদ্দিক সরকার স্বাক্ষরিত পত্রে আগামী ১০ কার্য দিবসের মধ্যে উপাধ্যক্ষ/ জ্যেষ্ঠতম ৫ জন শিক্ষকদের মধ্যে থেকে ১ জনকে ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব প্রদান করে বিষয়টি নিষ্পত্তির জন্য এডহক কমিটিকে অনুরোধ করা হয়। বিষয়টি সম্পর্কে জানতে চাইলে রায়হান কবির প্রধান বলেন,এডহক কমিটি যেহেতেু আমাকে ভারপাপ্ত অধ্যক্ষ হিসেবে দায়িত্ব প্রদান করেছে সেহেতু ওই চিঠির কোন কার্যকারিতা নেই। এ বিষয়ে উপাধ্যক্ষ বাহালুল মিয়া জানান, বিধি অনুযায়ী আমি ভারপ্রাপ্ত অধ্যক্ষের দায়িত্ব পালন করার কথা। কিন্ত তা না করে পুরো বিষয়টি কৌশলে পাশ কাটিয়ে যওয়া হচ্ছে।