Fri. Nov 22nd, 2024

আটোয়ারীতে সর্বস্তরের ছাত্র-জনতার ব্যানারে ১৭ দফা দাবীতে সমাবেশ

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারীতে ছাত্র-জনতার ব্যানার নিয়ে ১৭ দফা দাবিতে সমাবেশ হয়েছে। বৃহস্পতিবার ( ২১ নভেম্বর) বিকেলে উপজেলার কলেজ মোড় চৌরাস্তায় বিভিন্ন লেখা সম্বলিত ফেস্টুন,মাথায় জাতীয় পতাকা বেধে সর্বস্তরের ছাত্র- জনতার ব্যানারে সমাবেশ অনুষ্ঠিত হয়। দাবীর মধ্যে ভারত থেকে পাথর আমদানী বন্ধ করতে হবে, দেশীয় পাথর-বালি উত্তোলনের সকল নিষেধাজ্ঞা বাতিল করে লক্ষ লক্ষ বেকার পাথর শ্রমিক- ব্যবাসায়ীকে কর্মে ফিরিয়ে আনতে হবে, রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা কুরআনের আইনে হতে হবে, বসতবাড়িতে নতুন গ্যাস সংযোগ দিতে হবে, দ্রব্যমূল্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে হবে, নদী ও সাগরে মাছ ধরার উপর কোনরুপ নিষেধাজ্ঞা দেয়া যাবে না সহ ১৭ দফা দাবি নিয়ে সমাবেশে নেতৃত্ব দেন পঞ্চগড় মকবুলার রহমান সরকারি কলেজের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মোঃ রুবেল হোসেন। কুরআন তেলাওয়াতের মধ্য দিয়ে সমাবেশ শুরু হয়। সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য দেন, বোদা উপজেলার পাথরাজ সরকারি কলেজের ৪র্থ বর্ষের শিক্ষার্থী মোজাহার আলী, শ্রমিক লুৎফর রহমান,ব্যবসায়ী অলিয়র রহমান, শহীদ হোসাইন, আরিফ হোসেন প্রমুখ। সমাবেশকারীরা ১৭ দফা দাবী বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন স্লোগান দেন।

Related Post

Leave a Reply