ঢাকাSaturday , 23 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে পতাকা বৈঠকের মাধ্যমে আটক বাংলাদেশী নাগরিক মা ও শিশুকে ফেরত দিয়েছে বিএসএফ

Mahamudul Hasan Babu
November 23, 2024 6:45 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি:দিনাজপুরের বিরলে অবৈধভাবে ভারতে পালানোর সময় আটক বাংলাদেশী নাগরিক মা ও শিশুকে পতাকা বৈঠকের মাধ্যমে বিজিবি’র হাতে হস্তান্তর করেছে  ভারতীয় বিএসএফ ।
ফেরত দেওয়া মা মানতা বালা (৩৭) দিনাজপুর জেলার সদর উপজেলার কমলপুর মোল্লাপাড়া গ্রামের শংকর রায় এর মেয়ে। মা মানতা বালার সাথে ২ বছরের একটি শিশু কন্যাও ছিল।
বিজিবি জানায়, গত শুক্রবার রাতে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি, সি-কোম্পানী) এর অধিনস্থ্য রামচন্দ্রপুর সীমান্ত ফাঁড়ির সীমান্ত মেইন পিলার ৩২৯ হইতে আনুমানিক ২০ গজ বাংলাদেশের অভ্যন্তরে উপস্থিত হইলে ভারতীয় টহলরত বিএসএফ কর্তৃক শিশু কন্যাসহ মানতা বালাকে আটক করে।
পরবর্তীতে ভারতীয় বিএসএফ বাংলাদেশের বিজিবিকে খবর দিলে শনিবার বিকাল ৩ টার দিকে পতাকা বৈঠকের মাধ্যমে মানতা বালাকে বাংলাদেশে হস্তান্তর করে।
এবিষয়ে বিরল থানায় ১৯৭৩ সালের বাংলাদেশ পাসপোর্ট আদেশ ১১ (১) (ক) ধারার একটি মামলা দায়ের হয়েছে। মামলা নম্বর ৩০।