Mon. Nov 25th, 2024

কয়েক লক্ষ টাকার প্রতারণা বিরলে সুদমুক্ত ঋণের প্রলোভন দেখিয়ে শত শত মানুষকে ঢাকায় সমাবেশে নিয়ে যাবার প্রস্তুতি কালে ১ ব্যাক্তি আটক।

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বিরলে অহিংস গণঅভ’্যত্থান বাংলাদেশ নামের এক সংগঠনের নাম করে অর্থ আদায় ও সুদমুক্ত ঋণের প্রলোভনে শত শত মানুষকে ঢাকায় নিয়ে যাবার প্রস্তুতি কালে ভুক্তভোগী এবং স্থানীয় জনতা কর্তৃক আলি আক্কাস নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।
স্থানীয়রা জানান, রোববার সন্ধ্যার পর থেকে উপজেলার ফরক্কাবাদ ইউপির তেঘরা বাজারদিঘী ফুটবল খেলার মাঠে শত শত মানুষ জড়ো হতে থাকে। এসময় আসে ৩টি চেয়ারকোচ। তাদের উদ্দেশ্যে ছিল রাজধানী ঢাকার শাহাবাগের সমাবেশে যাওয়া। তবে কিসের সমাবেশ এটি জানেন না কেহই। শুধু বলা হয় যারা ঢাকার সমাবেশে যাবে তাদেরকে ড. মোঃ ইউনূসের কাছ থেকে ৮ বছর মেয়াদী বিনাসুদে ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৮ লক্ষ টাকা পর্যন্ত দেয়া হবে। জড়ো হওয়া এসব মানুষের কাছ থেকে সদস্য করার নাম করে প্রলোভনের মাধ্যমে জনপ্রতি হাতিয়ে নেয়া হয় ১১শ’ টাকা করে। সদস্য স্ত্রীর সাথে কেউ ঢাকায় যেতে চাইলে গাড়িভাড়া হিসাবে জনপ্রতি গুনতে হয়েছে আরও ৬শ’ টাকা করে। এই কাজ গুলো করেছেন, গণঅভ’্যত্থান বাংলাদেশ ২নং ফরক্কাবাদ ইউনিয়ন শাখার আয়োজক ও সংগঠন মোঃ আলি আক্কাস ও রুমা বেগম নামের এক নারী।
জড়ো হওয়া লোকজনের কথাবার্তায় সন্দেহ হলে স্থানীয়রা আয়োজক ও সংগঠন মোঃ আলি আক্কাস ও রুমা বেগমের কাছে বিষয়টি জানতে চান। এসময় তারা একটি ব্যানার বের করে দেখান। ব্যানারটিতে লেখা ছিল “লুষ্ঠিত অর্থ উদ্ধার করবো, বিনা সুদে পুঁজি নেবো” ¯েøাগানে আগামী ২৫ নভেম্বর (সোমবার) সকাল ১০টায় রাজধানীর শাহবাগ মোড়ে “অবৈধ অর্থ উদ্ধার ও গণমুখী বিনিয়োগ জাতীয় সংস্থা” গঠন ও দুর্নীতি বিরোধী বিশেষ আইন প্রণয়নের দাবীতে মহা সমাবেশ ও অবস্থান কর্মসূচিতে যোগ দিয়ে সফল করুন। বিষয়টির ব্যপারে স্থানীয়দের আরও সন্দেহ বেড়ে গেলে তারা বিরল থানা পুলিশকে জানান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে জড়ো মানুষদেও বুঝিয়ে বাড়ীতে পাঠিয়ে দেন এবং ঘটনার সাথে জড়িত আলি আক্কাসকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করে থানায় নিয়ে আসেন। এরিপোর্ট লেখা পর্যন্ত থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছিল বলে পুলিশ সূত্রে জানাগেছে।
এব্যাপারে ভুক্তভোগী আলিফুন রিয়া ও শর্মি আক্তার নাদিয়া জানান, আমাদের ৮ বছর মেয়াদী বিনাসূদে ঋণ দেয়ার কথা বলে সদস্য করার নাম করে আলি আক্কাস ও রুমা বেগম প্রলোভনের মাধ্যমে জনপ্রতি ১১শ’ টাকা করে প্রায় কয়েক লক্ষ টাকা হাতিয়ে নেয়। তবে এর জন্য আমাদের কোন প্রমানপত্র দেয়া হয়নি। শুধু বলা হয় যারাই ঢাকা শাহাবাগে সমাবেশে যাবে, কেবল তাদেরকেই ড. মোঃ ইউনূসের কাছ থেকে নিয়ে ৮ বছর মেয়াদী বিনাসুদে ১ লক্ষ টাকা থেকে শুরু করে ৮ লক্ষ টাকা পর্যন্ত ঋণ দেয়া হবে। এই কথা বলে আমাদের ঢাকায় নিয়ে যাবার জন্য এক জায়গায় জড়ো করে। এখানে এসে দেখি শত শত মানুষ। এতেই আমাদের সন্দেহ হলে বিষয়টি আমরা স্থানীয়দের জানাই।

Related Post

Leave a Reply