ঢাকাTuesday , 26 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

নাটোরে গাড়ির চাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত

Mahamudul Hasan Babu
November 26, 2024 3:58 pm
Link Copied!

নাটোর প্রতিনিধি:নাটোরের গুরুদাসপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেলের দুইজন আরোহী নিহত হয়েছেন।
মঙ্গলবার(২৬ নভেম্বর) বিবেল ৪টার দিকে গুরুদাসপুর উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের কাছিকাটা এলাকার ১০ নম্বর ব্রীজে এ দুর্ঘটনা ঘটে।
নিহত মোতাললেব হোসেন(৪৫) পাবনা জেলার চাটমোহর উপজেলার কেশবপুর এলাকার মৃত আবেদ আলীর ছেলে এবং শাহ আলম(৪৩) উপজেলার একই এলাকার মৃত জয়েন প্রামানিকের ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকালে ব্যবসায়ী কাজে মোটরসাইকেল যোগে দুইজন গুরুদাসপুরে আসেন। কাজ শেষে দুপুরে হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক হয়ে নিজ বাড়ি চাটমোহর ফিরছিলেন। এসময় মোটরসাইকেলটি গুরুদাসপুর উপজেলার কাছিকাটা ১০ নম্বর ব্রীজ এলাকায় পৌঁছালে একটি অজ্ঞাত গাড়ি তাদের চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলে থাকা দুই আরোহীর মৃত্যু হয়। এসময় স্থানীয়রা মহাসড়কে তাদের মরদেহ পড়তে থাকতে দেখে খবর দেয়।
খবর পেয়ে ফায়ার সার্ভিস, হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করেন।
বনপাড়া হাইওয়ে থানা পুলিশের কর্মকর্তা (ওসি) মো. ইসমাঈল হোসেন দুর্ঘটনার সততা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলছে।