সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলায় গত রবিবার (২৪ নভেম্বর) বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
উপজেলা মহিলা দলের সদস্য সচিব হয়ে রাজনীতির মাঠে উদীয়মান নারী নেত্রী আনার কলির পদার্পণ।
তবে রাজনীতি করবেন এমন ভাবনা নারী নেত্রী আনার কলির মধ্যে থাকলেও এলাকায় কিংবা বিএনপির অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের মাঝে হঠাৎ চমক দেখিয়ে রাজনীতির মাঠে এখন বেশ সক্রিয় রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমানের জৈষ্ঠ্যকন্যার।
বাবার হাত ধরে রাজনীতির মাঠে দৌড়ঝাঁপ বেড়েছে আনার কলির।
আনারকলি বলেন, ‘রানীশংকৈল উপজেলায় বিএনপি সংগঠনটি সক্রিয় করতে যথেষ্ট ভূমিকা রেখেছেন আমার বাবা বর্তমান বিএনপি সভাপতি আতাউর রহমান।’
তিনি আরো বলেন, ‘দীর্ঘ সময় বিরোধীদলে থেকেও আমার বাবা সাধারণ মানুষের পাশে থেকেছে। সুস্থ রাজনীতিতে সাধারণ মানুষ এবং দলীয় নেতাকর্মীদের পাশে থেকে বিগত সরকারের তোদের মুখে পড়েছেন বহুবার। বর্তমানে তিনি কিছুটা অসুস্থ হলেও দলের জন্য এখনো তিনি কাজ করে যাচ্ছেন। আমিও বাবার মতো হতে চাই। সাধারণ মানুষের পাশে থেকে সমাজ এবং দেশের জন্য কাজ করে যেতে চাই। আপনারা আমার জন্য দোয়া করবেন। ‘
সম্প্রতি বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের রাণীশংকৈল উপজেলা শাখার আহবায়ক কমিটি গঠণের মাধ্যমে নতুন মুখ হিসেবে সদস্য সচিব নির্বাচিত হয়েছেন আনার কলি।
অনুষ্ঠানে জেলা মহিলা দলের সভাপতি ফোরাতুন নাহার প্যারিস প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপি’র সহ সভাপতি সুলতানুল ফেরদৌস নম্র চৌধুরী, যুগ্ন সাধারণ সম্পাদক হাসান মাহামুদ মামুন, জেলা মহিলা দলের সাধারণ সম্পাদক নাজমা পারভীন, রাণীশংকৈল উপজেলা বিএনপি’র সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি নূর নবী, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মনিরুজ্জামান মনি।
এছাড়াও বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দরা।
উল্লেখ্য:সভায় আগের কমিটি ভেঙে দিয়ে ৪ সদস্য বিশিষ্ট্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে আহ্বায়ক হিসাবে দায়িত্ব পেয়েছেন মনিরা বিশ্বাস, যুগ্ম আহবায়ক রেসমা হায়দার টুনি, যুগ্ম আহবায়ক মনোয়ারা মোয়াজ্জেম এবং সদস্য সচিব হিসেবে নিজের জায়গা করে নেন উদীয়মান নারী নেত্রী আনার কলি।