ঢাকাWednesday , 27 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রাণীশংকৈলে ইসকনের বিরুদ্ধে গণ অধিকার পরিষদের বিক্ষোভ মিছিল 

Mahamudul Hasan Babu
November 27, 2024 4:05 pm
Link Copied!

সফিকুল ইসলাম শিল্পী, রাণীশংকৈল(ঠাকুরগাঁও)প্রতিনিধিঃ ঠাকুরগাঁওয়ে সেনাবাহিনীর গাড়িতে, ইসকন সন্ত্রাসীদের হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে গণ অধিকার পরিষদ রাণীশংকৈল উপজেলা শাখা। মঙ্গলবার (২৬ নভেম্বর) রাত ৭ টায় তারা পৌর শহরের শিবদিঘি যাত্রী ছাউনি মৌড় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। বিক্ষোভ মিছিলে তারা ইসকন, আওয়ামী লীগ ও জাতীয় পার্টির বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দেন।
পরে পৌর শহরের চৌরাস্তা মৌড়ে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে বক্তব্য রাখেন, গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মামুনুর রশীদ মামুন, জেলা সদস্য সচিব আব্দুস সুবহান। এ সময় উপজেলা গণ অধিকার পরিষদের সভাপতি সহোরাব আলী, সম্পাদক জাফর আলীসহ গণ অধিকার পরিষদের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, ইসকন একটি সন্ত্রাসী সংগঠন ও ফ্যাসিস আওয়ামী লীগের দোসর, এরা আওয়ামী বেশে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করছে। এরই অংশ হিসেবে তারা আজ ঠাকুরগাঁয়ে সেনাবাহিনীর গাড়িতে হামলা চালায়। এবং ইসকনের বিরুদ্ধে কঠোর কর্মসূচি নেওয়ার ঘোষণা দেন তারা।