আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি :মেহেরপুরের গাংনী উপজেলার ধানখােলা ইউনিয়নের শানঘাট গ্রামের জােড়া খুনের মামলার এজাহারভূক্ত আসামী মালা খাতুনকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার ভােরে মেহেরপুর সদর উপজেলার আমঝুপি গ্রাম থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গাংনী থানা পুলিশের একটিদল অভিযান চালিয়ে গ্রেপ্তার করে। গ্রেপ্তারকৃত মালা শানঘাট গ্রামের মহিবুল আলম ওরফে ওহিদ এর স্ত্রী। গাংনী থানা সূত্রে জানা গেছে,শরীকানা জমি নিয়ে বিরােধের জের ধরে গত ১২ অক্টোবর মহিবুল আলম ওরফে ওহিদ এর ধারালো অস্ত্রে খুন হন স্কুল শিক্ষিকা জাকিউল ইলমা জাকিয়া ও তার ননদ জোসনা খাতুন। এ খুনের ঘটনায় গাংনী থানায় একটি মামলা হয়। ওই মামলার এজাহারভূক্ত ২নং আসামী মালা খাতুন। মামলা পর থেকেই মালা খাতুন আত্মগোপনে ছিলেন ।
গোপন তথ্যের ভিত্তিতে গাংনী থানার পুলিশের একটিদল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। গাংনী থানার ওসি বানী ইসরাইল জানান,আসামীকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তারের পর সে অসুস্থ হয়ে পড়ে। চিকিৎসার জন্য তাকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। সুস্থ্য হয়ে উঠলে,তাকে আদালতে নেওয়া হবে।