এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি : ইসকনের সন্ত্রাসী কর্তৃক অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা এবং চট্টগ্রামে মসজিদ ভাংচুরের প্রতিবাদসহ ইসকনের সকল কার্যক্রম নিষিদ্ধের দাবিতে দিনাজপুরের বিরলে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহষ্পতিবার বিকেলে উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা ও যুবসমাজ এর আয়োজনে পৌরশহরের বকুলতলা মোড় হতে মিছিলটি বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়কসমূহ প্রদক্ষিণ করে। মিছিলে ছাত্র প্রতিনিধি হারুন অর রশিদ, মেহেদী হাসান, আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, জিসান, রিফাত, রাহেনুর ইসলাম প্রমূখ অগ্রভাগে নেতৃত্ব দেন। এছাড়াও মিছিলে বিরল উপজেলার সর্বস্তরের তাওহীদি জনতা ও যুবসমাজ অংশগ্রহণ করেন।