Fri. Dec 13th, 2024

মেহেরপুরে গাড়ীর নিয়ন্ত্রন হারিয়ে আলমসাধু চালক নিহত

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি  :মেহেরপুরে আলমসাধু গাড়ী থেকে পড়ে আব্দুল আজিজ (৪৫) নামের এক চালক নিহত হয়েছেন। নিহত আব্দুল আজিজ জেলার মুজিবনগর উপজেলার রামনগর গ্রামের আব্দুল খালেক মোল্লার ছেলে ।

আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টার দিকে মেহেরপুর-কুষ্টিয়া সড়কের বামন্দী নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান,আব্দুল আজিজ বৃহস্পতিবার সকালে তার আলমসাধু গাড়ি নিয়ে টাইলস নিয়ে আসতে কুষ্টিয়ার উদ্দেশ্যে যাচ্ছিলেন। পথিমধ্যে জেলার গাংনী উপজেলার বামন্দী তেলপাম্পের অদূরে আলমসাধু গাড়ীর নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের উপর ছিটকে পড়ে গুরুতর ভাবে আহত হন। পথচারীরা তাকে উদ্ধার করে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে,কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

গাংনী থানার অফিসার ইনচার্জ (ওসি) বানী ইসরাইল জানান, খবর শুনে পুলিশের একটিদল নিহতের মরদেহ উদ্ধার করেছে। ময়না তদন্তের জন্য লাশ মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে নেয়া হয়েছে।

Related Post

Leave a Reply