Wed. Dec 4th, 2024

মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে দুই ভাই বোনের মৃত্যু

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের শিবচরে পানিতে ডুবে আব্দুর রহিম (৩) ও সাফানা আক্তার (৪) নামের দুই শিশু মৃত্যু হয়েছে। বুধবার বেলা ১১টার দিকে উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু উপজেলার দত্তপাড়া ইউনিয়নের চরবাচামারা কান্দি গ্রামের সারোয়ার হোসেনর ছেলে ও মেয়ে। এরা একই পরিবারের দুই ভাই বোন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার বেলা ১১টার সময় শিশু দুটি বাড়ির পাশে খেলছিল। খেলতে খেলতে পরিবারের সদস্যদের অগোচরে শিশু দুটি অসাবধানতাবশত পুকুরের পানিতে তলিয়ে যায়। কিছু সময় পর পরিবারের লোকজন শিশুদের না পেয়ে খুজতে থাকে। পরে পুকুরের পানিতে শিশু দুটিকে ভাসতে দেখে এলাকাবাসী। পরে তাদেরকে উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক তাদেরকে মৃত ঘোষণা করেন।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আশিকুল ইসলাম দুই শিশুর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
শিবচর থানার অফিসার ইনচার্জ মোক্তার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

Related Post

Leave a Reply