Wed. Dec 4th, 2024

পঞ্চগড় পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে শহীদদের স্মরন। 

একেএম বজলুর রহমান, পঞ্চগড়  ২৯ নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত দিবস। ১৯৭১ সালের ২৯ নভেম্বরের এই দিনে মুক্তিকামী জনতার কঠিন লড়াই এর মধ্য দিয়ে পঞ্চগড় পাকিস্তানিদের হাত থেকে হানাদার মুক্ত হয়েছিল।
পঞ্চগড় পাক হানাদার মুক্ত দিবস উপলক্ষে ১৯৭১ মুক্তিযুদ্ধের সময় পাক হানাদার বাহিনী ও  রাজাকারদের হাতে নির্মমভাবে নিহত শহীদের রক্তে রঞ্জিত একাত্তরের বৌদ্ধভূমিতে শ্রদ্ধাঞ্জলি দেন পঞ্চগড় জেলা প্রশাসক সাবেত আলী ও পঞ্চগড়ের পুলিশ সুপার মিজানুর রহমান মুন্সি। এসময় উপস্থিত ছিলেন পঞ্চগড় জেলা ত্রাণ ও পূর্ণবাসন কর্মকর্তা মিজানুর রহমান।
দিবসটি উপলক্ষে প্রতি বছরের ন্যায় এবারও পঞ্চগড় জেলা প্রশাসন ও মুক্তিযোদ্ধা সংসদ দিবসটি পালন করে।
ইতিহাসের পাতা থেকে জানা যায় ১৯৭১ সালের ২৫ শে মার্চের পর পাকিস্তানি বাহিনী সারাদেশে আক্রমন শুরু করেন। আক্রমণ শুরু করলেও ১৬ এপ্রিল পর্যন্ত পঞ্চগড় মুক্ত থাকে। পাকিস্তানি বাহিনী সড়কপথে এসে ২৭ এপ্রিল সকালে পঞ্চগড় দখল করে নেয়। পরে পঞ্চগড় জেলার চার উপজেলা দখলে নিলেও অমরখানা ইউনিয়নের নদীর উপরে একটি ব্রীজ মুক্তিযোদ্ধা ভেঙ্গে দেওয়ার কারনে পাকিস্তানিরা আর তেতুলিয়া উপজেলায় ঢুকতে পারেনি।
পাক হানাদার বাহিনীরা তেতুঁলিয়া উপজেলায় না যাওয়ার কারনে মুক্তিযুদ্ধের পুরো সময়কাল পঞ্চগড়ের তেতুলিয়া উপজেলা ছিল পাক হানাদার মুক্ত। ১৯৭১ সালের পহেলা নভেম্বর থেকে মুক্তিবাহিনীর সঙ্গে ভারতীয় মিত্র বাহিনী যৌথভাবে পাকিস্তানি ডিফেন্সের উপর হামলা চালায়।
২৮ নভেম্বর মুক্তিযোদ্ধারা চারিদিক থেকে পাকিস্তানি বাহিনীদের উপর হামলা চালায়। মুক্তিযোদ্ধারা ২৮ তারিখে পাকিস্তানি বাহিনীদের উপর চারদিক থেকে একযোগে হামলা চালায়। তাদের সাথে যুদ্ধ করে টিকতে না পেরে পাক হানাদার বাহিনীর সদস্যরা পঞ্চগড়ের একটু দুরে টুনিরহাট হয়ে ভাউলাগঞ্জ হয়ে দেবীগঞ্জ দিয়ে  ডোমার পাড় হয়ে সৈয়দপুরে উদ্দেশ্যে পিছুহটে রওনা দেয়। ঐদিন রাতে মিত্র বাহিনী ও সম্মিলিত সামরিক বাহিনীর ট্যাংক ও পদাতিক বাহিনীর সম্মিলিত সাঁড়াশি অভিযানে আক্রমণে পরাজিত হয়ে পাক হানাদের বাহিনী পঞ্চগড় ছেড়ে চলে যায় এবং ২৯ শে নভেম্বর পঞ্চগড় হানাদার মুক্ত হয়।

Related Post

Leave a Reply