এম, এ কুদ্দুস, বিরল(দিনাজপুর)প্রতিনিধি: দিনাজপুরের বিরলে রাতের আধারে মেশিন দিয়ে হারভেস্টার মিশিন দিয়ে ধান কেটে জমি জবরদখলের চেষ্টা ঘটনায় দুই জনকে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্প্রতিবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার ১১ পলাশবাড়ী ইউনিয়নের সারাঙ্গাই শাশালপুর গ্রামের মৃত সামসুদ্দীন এর ছেলে মোঃ আব্দুর রাজ্জাক (৪৪) ও একই গ্রামের আব্দুস সাত্তার এর ছেলে রমিত হাসান (১৯)।
উল্লেখ্য, গত ২৫ নভেম্বর (সোমবার) বিরলের ১১নং পলাশবাড়ী ইউনিয়নের শাশালপুর গ্রামের হুসেনুর রহমান এর ক্রয়কৃত ও ভোগদখলীয় ৩৪ শতক জমির ধান রাতের আধারে কেটে জবরদখলের চেষ্টা করে একই গ্রামের মৃত সামসুউদ্দীন এর ছেলে কুখ্যাত মাদক ব্যবসায়ী দুলাল হোসেন গং। এঘটনায় জমির মালিক হুসেনুর রহমান বাদী হয়ে ১৯ জনের নামে ও অজ্ঞাত ২৫/৩০ জনকে আসামী করে বিরল থানায় এজাহার দায়ের করে। যার মামলা নং ৩৫/২৫৬। এ মামলায় এজাহার ভুক্ত ২জন আসামিকে আটক করে আদালতে সোর্পদ করা হয়েছে। বিষয়টি বিরল থানার অফিসার ইনচার্জ আব্দুস ছবুর নিশ্চিত করেছেন।