ঢাকাFriday , 29 November 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

পীরগঞ্জে বৃক্ষ মেলা অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
November 29, 2024 12:46 pm
Link Copied!

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ(রংপুর) প্রতিনিধিঃ “বৃক্ষ দিয়ে সাজাই দেশ, সমৃদ্ধ করি বাংলাদেশ” এ প্রতিপাদ্যকে সামনে নিয়ে রংপুরের পীরগঞ্জে ৩ দিনব্যাপী বৃক্ষ মেলা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ চত্ত্বরে গত ২৬ নভেম্বর বৃক্ষ মেলা শুরু হয়ে গতকাল বৃহস্পতিবার শেষ হয়েছে। উপজেলা প্রশাসন ও বন বিভাগের আয়োজনে বৃক্ষমেলার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা খাদিজা বেগম।বিশেষ অতিথি ছিলেন সহকারী কমিশনার (ভূমি) তকী ফয়সাল তালুকদার, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সাদেকুজ্জামান সরকার, সামাজিক বন বিভাগ রংপুর রেঞ্জ কর্মকর্তা মোশারফ হোসেন ও পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এম এ ফারুক। এতে সভাপতিত্ব করেন রংপুর সামাজিক বন বিভাগের বণ্য প্রাণী ও জীব বৈচিত্র সংরক্ষণ বিষয়ক কর্মকর্তা স্মৃতি সিংহ রায়।
উপজেলা বন কর্মকর্তা মিঠু তালুকদার জানান, বনজ, ফলজ, ঔষধিসহ শোভা বর্ধনকারী বিভিন্ন ধরণের গাছ বৃক্ষমেলায় এসেছে।গাছ অক্সিজেনের কারখানা। অক্সিজেনের কারখানা দিয়েই বাংলাদেশকে সমৃদ্ধ করতে চাই। গ্রামাঞ্চলে যেন এক ইঞ্চি জায়গাও পতিত না থাকে। সবখানেই গাছ লাগিয়ে আমরা সবুজ বাংলাদেশ গড়তে চাই। এ মেলার মাধ্যমে আমরা এই মেসজটাই ছড়িয়ে দিতে চাই।