Fri. Dec 13th, 2024

দেবীগঞ্জে নৈরাজ্য, অস্থিতিশীল পরিবেশ তৈরির প্রতিবাদে মিছিল সমাবেশ 

oppo_2
একেএম বজলুর রহমান, পঞ্চগড় পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের মদদে দেশব্যাপী নৈরাজ্য অস্থিতিশীল পরিবেশ তৈরীর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
দেবীগঞ্জ উপজেলা বিএনপি  যুবদল, ছাত্রদল বিজয়চত্বর মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে।
২৯ নভেম্বর শুক্রবার বিকেলে পতিত স্বৈরাচার ফ্যাসিস্টদের মদদে দেশব্যাপী নৈরাজ্য ও অস্থিতিশীল পরিবেশ তৈরি করার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য দেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির দেবীগঞ্জ উপজেলা বিএনপির আহবায়ক আইয়ুব আলী।
বিক্ষোভ মিছিল ও সমাবেশে দেবীগঞ্জ পৌর ও ১০ ইউনিয়নের বিএনপি, যুবদল, ছাত্রদলসহ সকল নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
 সমাবেশ শুরুর আগে বিক্ষোভ মিছিলটি দেবীগঞ্জ বিজয় চত্বর হতে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে একই জায়গায় এসে শেষ হয়।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দেবীগঞ্জ উপজেলা বিএনপির সদস্য সচিব আব্দুল গনি বসুনিয়া, যুগ্ম আহবায়ক নজরুল ইসলাম, জিয়া পরিষদের পঞ্চগড় জেলা সভাপতি ও দেবীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মোস্তাফিজুর রহমান চৌধুরী, শালডাংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদ হাসান,
দেবীগঞ্জ পৌর বিএনপির আহবায়ক আনারুল ইসলাম, সদস্য সচিব আশরাফুল আলম সোহেল, উপজেলা কৃষকদলের আহবায়ক আব্দুর রাজ্জাক রাব্বু, দেবীগঞ্জ উপজেলা যুবদলের আহবায়ক মুশফিকুর রহমান রাজু, সেচ্ছাসেবক দলের আহবায়ক কাদেরি কিবরিয়া রানা, উপজেলা ছাত্রদলের সভাপতি আসাদুজ্জামান সুমন, সাধারন সম্পাদক মেহেদি হাসান তুহিন।

Related Post

Leave a Reply