Fri. Dec 13th, 2024

বীরগঞ্জে যৌতুক না পেয়ে স্ত্রীকে নির্যাতন, ট্রাইব্যুনালে স্বামীর বিরুদ্ধে মামলা

বীরগঞ্জ (দিনাজপুর) প্রতিনিধি: দিনাজপুরের বীরগঞ্জ উপজেলায় পুনরায় যৌতুক না পেয়ে নির্মম নির্যাতনের শিকার হয়ে স্বামীর বিরুদ্ধে ট্রাইব্যুনালে মামলা দায়ের করেছেন মাসুমা খাতুন নামের এক গৃহবধূ। আদালতে গিয়ে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে মামলা দায়ের করেন, যাহার মামলা নং ৬৯৬/২৪। মামলা ও স্থানীয়দের সূত্রে জানা যায়, ২০২৪ সালের ১১ই মার্চ উপজেলার নিজপাড়া ইউনিয়নের কৈকুড়ি গ্রামের মৃত. শহিদুল ইসলামের ছেলে সবুজ পারভেজ সঙ্গে মরিচা ইউনিয়নের মহাদেবপুর গ্রামের মৃত.  মেয়ে মামরদ আলীর মেয়ে মাসুমা খাতুনের ইসলামী শরিয়ত মোতাবেক এফিডেভিট ও কাজী অফিসে বিবাহ হয়। বিবাহের পর স্বামী তার বাড়ীতে নিয়ে গিলে ১ম স্ত্রী আছে মর্মে জানতে পারেন। স্বামীর সাথে সংসার করা কালীন যৌতুক বাবদ চাপ সৃষ্টি করে বিভিন্ন সময়ে ৫ লক্ষ টাকা নেয়। টাকা নেওয়া স্বত্বেও পুনরায় যৌতুক বাবদ আরো ৫লক্ষ টাকা দাবী করেন স্বামী সবুজ পারভেজ। যৌতুক বাবদ টাকা দিতে অস্বীকার করলে স্ত্রী মাসুমা খাতুনকে মাঝে মধ্যে মারধর করতেন। সর্বশেষ ২০২৪ সালের ১৯শে সেপ্টেম্বরে দুপুরে স্ত্রী মাসুমা খাতুন বাবার বাড়িতে গিয়ে যৌতুকের টাকা দাবী করেন স্বামী সবুজ পারভেজ। টাকা না দিলে ঘর সংসার করবে না ও তালাক দিবে মর্মে জানায়। পুনরায় যৌতুক দিতে অস্বীকার করলে অশ্লীল ভাষায় গালিগালাজ সহ একটি বাঁশের লাঠি দিয়ে বাম হাটুর নিচে স্বজোরে আঘাত করলে তার আত্মচিৎকারে মা শাহারা বেগম মেয়েকে বাঁচাতে এগিয়ে আসলে তাঁকেও জোরে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেয় পাষণ্ড জামাই সবুজ পারভেজ। একপর্যায়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে এলোপাথাড়ি মারপিট করে শরীরের বিভিন্ন জায়গায় ফুলা কালশিরা জখম করে। এলাকার লোকজন ঘটনাস্থলে এসে মাসুমা খাতুনকে উদ্ধার করেন। স্বাক্ষীগনের সম্মুখে বিভিন্ন হুমকি দিয়ে বলে যৌতুকের টাকা না দিলে আর কোন দিন ঘর সংসার করবে না ও তালাক দিবে মর্মে জানিয়ে দিয়ে চলে যায়। পরে স্থানীয়দের সহযোগিতায় মা ও মেয়েকে বীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। চিকিৎসা শেষে হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বীরগঞ্জ থানায় মামলা করতে গেলে তারা আদালতে মামলা করার পরামর্শ দেন। ভুক্তভোগী স্ত্রী মাসুমা খাতুন বলেন, গোলাপগঞ্জ বাজারে এনভি ইলেকট্রনিক্স শো-রুমে দীর্ঘদিন চাকুরী করাকালীন সবুজের সাথে পরিচয় হয়। পরিচয়ের সূত্র ধরে একে অপরকে ভালোবাসি। বিবাহের আগে ১ম স্ত্রী ও সন্তানের কথা গোপন রেখে প্রতারণা পূর্বক আমাকে বিয়ে করেন। সে যৌতুকের জন্য আমাকে প্রায়সময়ই নির্যাতন করতেন। কয়েকধাপে ৫লক্ষ টাকা দেওয়া পরও পুনরায় যৌতুকের জন্য আমাকে অমানুষিক নির্যাতন করেছেন। মামলা দায়ের হওয়ার পর তা তুলে নিতে আমাকে প্রাণনাশ সহ বিভিন্ন হুমকি দিয়েছেন। তিনি আরও জানান, মামলা হওয়ার পর আদালত তদন্তের জন্য গোলাপগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকট প্রেরণ করেন।  প্রধান শিক্ষক সহ স্থানীয় গণমান্য ব্যাক্তিগণের উপস্থিততে শীঘ্রই আমাকে পুনরায় তার বাসায় নিয়ে যাবে মর্মে কথা দেন। পরে দোকানের মালামাল কেনার জন্য আমার কাছ থেকে ৬০ হাজার টাকা নিয়ে ঢাকায় চলে যায়। বুধবার (২৭ নভেম্বর) ২০২৪ তারিখ গোলাপগঞ্জ পোস্ট অফিসের মাধ্যমে জানতে পারি গত ২১ নভেম্বর ২৪ইং তারিখে আমাকে তালাক দিয়েছে। আমি তালাক নামার নোটিশ গ্রহণ করি নি। বৃহস্পতিবার সকালে গোলাপগঞ্জ কবিরাজ মোড়ে স্বামী সবুজের দোকানে গিয়ে তালাকের কথা জানতে চাইলে ছেলে সৌসুভ, ভাগিনা তামিম, মা মনোয়ারা বেগম, বোন রুনা লায়লা, দুলাভাই হুমায়ুন আমাকে বেধড়ক মারধর করেন। এ ব্যাপারে অভিযুক্ত সবুজ পারভেজের ব্যবহৃত মোবাইল নাম্বারে একাধিকবার ফোন করলে বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Related Post

Leave a Reply