আফজাল হোসেন চাঁদ : যশোরের ঝিকরগাছায় দলীয় নেতাকর্মীদের আগামী জাতীয় সংসদ নির্বাচনের জন্য প্রস্তুতি নেয়ার আহবান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সংসদের আমীরে জামায়াত ডাঃ শফিকুর রহমান। তিনি আরও বলেন, কোন ষড়যন্ত্রের পথে পা দেবে না। ছাত্র-জনতার রক্তের বিনিময়ে অর্জিত ফসল বৃথা যেতে দেবো না। শুক্রবার (২৯ নভেম্বর) সন্ধ্যায় ঝিকরগাছা উপজেলা জামায়াতে ইসলামীর আমীর অধ্যাপক হারুন অর রশীদের সভাপতিত্বে পথসভায় বিশেষ অতিথির ছিলেন, উপজেলা জামায়াতে ইসলামীর সাবেক আমীর ও জেলা কর্মপরিষদ সদস্য মাওলানা আরশাদুল আলম, সাবেক এমপি মকবুল হুসাইন, উপজেলা সেক্রেটারি মাওলানা আব্দুল আলিম, ঝিকরগাছা উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান অধ্যাপক জয়নাল আবেদিন, চৌগাছা উপজেলা আমীর মাওলানা গোলাম মোর্শেদ, ঝিকরগাছা উপজেলা কর্মপরিষদ সদস্য মাওলানা মাহাবুবুর রহমান, শেখ আব্দুর রকিম, চৌগাছা উপজেলা সেক্রেটারী রহিদুল ইসলাম খান, সহকারী সেক্রেটারী কামাল আহম্মেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এস এম মাহবুবু উল আলম মন্টু, মুফতি মাওলানা সাইফুল্লাহ, মাওলান সাইফুল ইসলাম, এ্যাড. আবিদুর রহমান, অ্যাড. হাবিব কাইসার বিন সাঈদ, কবির বিন সামাদ, আনারুল ইসলাম, আব্দুল হামিদ, আব্দুল খালেক, জিয়াউল হক সহ আরও অনেকে।