Fri. Dec 13th, 2024

পঞ্চগড়ে শীত আর কুয়াশা জেঁকে বসতে শুরু করেছে, বাড়ছে শীতজনিত রোগ 

একেএম বজলুর রহমান, পঞ্চগড় হিমালয়ের কন্যা বলে খ্যাত দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে কমতে শুরু করেছে রাতের তাপমাত্রা আর জেঁকে বসেছে শীত তার সাথে যোগ হয়েছে কুয়াশা। শীতের তীব্রতা বেড়ে যাওয়ার কারনে বাড়ছে শীত জনিত রোগ।
গত কদিন ধরেই রাত থেকে ভোর পর্যন্ত ঘন কুয়াশা পড়া শুরু করেছে। কুয়াশার কারণে সন্ধ্যার পর থেকে বেশ ঠান্ডা অনুভূত হচ্ছে। রাস্তার সাধারণ মানুষের চলাফেরা কমতে শুরু করেছে৷
৩০ নভেম্বর শনিবার সকাল ৯টায় মৌসুমের সর্বনিম্ন তাপমাত্রা  ১০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস। শুক্রবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
তবে সকালে সূর্য ওঠার পর পরই কেটে যাচ্ছে শীতের আমেজ। শীতের তীব্রতাও কিছুটা কমে যায় তবে বিকেল হতে আবার শুরু হয় শীতের আমেজ। কদিন ধরে দিনের তাপমাত্রা সর্বোচ্চ ২৮ থেকে ৩০ এর মধ্যে ওঠানামা করছিল বলে জানিয়েছেন তেতুঁলিয়া আবহাওয়া অফিস।
শুক্রবার দিনের তাপমাত্রা ছিল ২৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াস। সকাল থেকে কড়া রোদের কারণে বেশ গরম অনুভূত হয়। দিনে গরম আর রাতে ঠান্ডা আবহাওয়ায় বেড়েছে শীতজনিত রোগের প্রকোপ। বিশেষ করে বয়স্ক আর শিশুরা সর্দি, জ্বর, কাশি, ডায়রিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। স্থান সংকুলান না হওয়ায় হাসপাতালের বারান্দায় থেকে চিকিৎসা নিচ্ছেন রোগীরা।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় বলেন, প্রতিদিন সন্ধ্যার পর থেকে কুয়াশা পড়ে। ভোরের দিকে ঘন কুয়াশা থাকে। উত্তরের বাতাস না থাকায় শীতের তীব্রতা তেমন নেই। শুক্রবার রাতের গড় তাপমাত্রা  শনিবার সকাল ৯টায় চলতি শীত মৌসুমের সর্বনিম্ন ১১ দশমিক ৩ ডিগ্রি রেকর্ড করা হয়। ধীরে ধীরে দিন ও রাতের তাপমাত্রা কমতে পারে। বাড়তে পারে শীতের তীব্রতা।

Related Post

Leave a Reply