Tue. Dec 3rd, 2024

গাংনীতে সন্তানের  ষড়যন্ত্রে বাবা আজ পথের ভিখারী

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:এক সময়ের লাখপতি স্ত্রী সন্তানের ষড়যন্ত্রের শিকার হয়ে এক মুঠো ভাত খাওয়ার আকুতি জানিয়ে আজ পথের ভিখারী সলেমান।

কথা হলো গাংনী উপজেলা চত্বরে তিনি  বলেন, আমি এক সময়ের বড় গরু ব্যবসায়ী ছিলাম,মেহেরপুর জেলার    গরু ক্রয় করে ঢাকা,বরিশাল, চট্টগ্রামে  বিক্রয় করতাম, আমি তিনতলা বাড়ী নির্মাণ করেছিলাম, ছেলে মেয়েদের লেখাপড়া করিয়ে মানুষ করেছি।
আমার বড় ছেলে ঢাকার একটি গার্মেন্টস  প্রতিষ্ঠানে জিএম হিসেবে চাকুরী করেন।

আমি হঠাৎ স্ট্রোক জনিত কারণে অসুস্থ হয়ে প্যারালাইসিস  হয়ে প্রতিবন্ধী হয়ে যায়।আমার চিকিৎসার কথা বলে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্ত্রী ও বড় ছেলে। ভর্তি হতে স্বাক্ষর লাগবে বলে আমার নামীয় তিনতলা বাড়ীসহ ১৩ শতক জমি চুরি করে রেজিস্ট্রি করে নিয়েছেন।
তাদের সাথে ছিলেন, আমার ভাইরা ভাই ধানখোলা মাঠপাড়া গ্রামের আলিমউদ্দিনের ছেলে আতিয়ার রহমান, ইসারন নেছার ভাই চিৎলা গ্রামের জালাল বিশ্বাসের ছেলে সামাদ আলী প্রতারনার মাধ্যমে জমি রেজিস্ট্রি করে নিয়েছেন তারা। আজ আমি পথের ভিখারী।

তিনি আরও বলেন, জমি রেজিস্ট্রির কিছু দিন পর আমাকে বাড়ী থেকে বের করে দিয়েছেন স্ত্রী  ইসারন নেছা,ও বড় ছেলে সুমন হোসেন।

সব হারিয়ে আজ  গাংনী শহরের যাত্রীছাউনি তার ঠিকানা। জমি ফেরত পেতে প্রশাসনের  হস্তক্ষেপ কfমনা করেন তিনি।
অসুস্থ সলেমানের কথা গুলো শুনে গাংনী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান বাবলু অসুস্থ সলেমানকে গাংনী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে দিয়ে তার চিকিৎসাসহ তার সাথে ঘটে যাওয়া  সকল ঘটনার আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে আশাস দেন।

ঘটনাটি ঘটেছে গাংনী উপজেলার মোহাম্মদপুর গ্রামে। সলেমান হোসেন  গাংনী উপজেলার মোহাম্মদপুর  গ্রামের মৃত খেদু বিশ্বাসের ছেলে।

সলেমান হোসেনের  বড় ছেলের নাম, সুমন হোসেন,ছোট্র  ছেলে রিপন হোসেন,এক কন্য সুবর্না খাতুন, স্ত্রী ইসারন নেছা ।সলেমানকে বাড়ী থেকে বের করে দিয়ে ঘরে তালা লাগিয়ে ঢাকায় অবস্থান করছেন তার স্ত্রী সন্তান।

তার সাথে ঘটে যাওয়া ঘটনার বিচার দাবী করেছেন তিনি। একজন অসহায় অসুস্থ বাবা ভিক্ষার ঝুলি হাতে  নিয়ে আজ পথে পথে ঘুরছেন।

এব্যাপারে গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) বানী ইসরাইল জানান, এঘটনায় প্রতিবন্ধী সলেমান  লিখিত অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

এব্যাপারে গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা জানান, যদি কোন সন্তান প্রতিবন্ধী বাবার সাথে প্রতারনা করে তাহলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Related Post

Leave a Reply