ঢাকাMonday , 2 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে পরিবেশগত প্রভাব নিরুপণে জনমত যাচাই সভা

Mahamudul Hasan Babu
December 2, 2024 9:27 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি:- ঠাকুরগাঁওয়ের টাঙন ব্যারেজ, বুড়ি বাঁধ ও ভুল্লী বাঁধ সেচ প্রকল্প সমূহ পূর্নবাসন, নদী তীর সংরক্ষণ ও সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো নির্মাণ প্রকল্পের আওতায় ৪ টি সম্মিলিত পানি নিয়ন্ত্রণ অবকাঠামো ও ২.৩০ কিলোমিটার সেচ খাল নির্মাণ কাজের পরিবেশগত প্রভাব নিরুপনে জনমত যাচাই সভা অনুষ্ঠিত হয়েছে৷
সোমবার সকালে (২ ডিসেম্বর) পরিবেশ অধিদপ্তর ও বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের আয়োজনে ইএসডিও অডিটোরিয়ামে সভাটি অনুষ্ঠিত হয়।
জনমত যাচাই সভায় পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক তামিম হাসানের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, প্রকল্পের পরিচালক ও পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের তত্বাবধায়ক প্রকৌশলী কৃষ্ণকমল চন্দ্র সরকার, দিনাজপুর জেলার বীরগঞ্জ উপজেলার সহকারী কমিশনার (ভূমি), পরিবেশ অধিদপ্তর ঠাকুরগাঁওয়ের সহকারী পরিচালক, নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া,উপ-প্রধান সম্প্রসারণ কর্মকর্তা রফিউল বারী। এ ছাড়াও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তা-কর্মচারী, প্রকল্প স্থানের কৃষক ও প্রতিবেশীরা উপস্থিত ছিলেন।
শুরুতে প্রকল্পের ধারনা দেন পানি উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁওয়ের নির্বাহী প্রকৌশলী গোলাম যাকারিয়া৷ পরে প্রকল্পের সুযোগ সুবিধা নিয়ে কর্মকর্তা ও কৃষকদের মাঝে কথোপকথন হয়৷