ঢাকাMonday , 2 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে ট্রাক চাপায় গৃহবধূর মৃত্যু, আটক-১

Mahamudul Hasan Babu
December 2, 2024 12:43 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের রাজৈরে হোলসিম কোম্পানির সিমেন্ট ভর্তি ট্রাকের চাপায় লায়লী বেগম (৫০) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। আজ সোমবার (২ ডিসেম্বর) দুপুরে শানেরপাড়-শ্রীনদী আঞ্চলিক সড়কের উপজেলার ইশিবপুর ব্রিজের ঢালে এ দূর্ঘটনা ঘটে। নিহত লায়লী একই উপজেলার শাখারপাড় গ্রামের জয়নাল শেখের স্ত্রী। এ ঘটনায় ঘাতক ট্রাক চালক জিয়াউল হককে আটক করেছে রাজৈর থানার পুলিশ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, হোলসিম কোম্পানির সিমেন্ট ভর্তি একটি ট্রাক রাজৈর থেকে শ্রীনদী যাচ্ছিলো। পথিমধ্যে ট্রাকটি ইশিবপুর ব্রিজের উপর উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে পিছনের দিকে চলে আসে। এবং ট্রাকটির পিছনে থাকা শ্রীনদীগামী একটি ইজিবাইককে চাপা দেয়। এসময় ইজিবাইকের যাত্রী লায়লী বেগম গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্য চিকিৎসক ডা. আমিনা নুসরাত তাকে মৃত্যু ঘোষণা করেন। এ ঘটনার পর ঘাতক ট্রাকটিসহ চালক জিয়াউল হককে আটক করে রাজৈর থানা পুলিশের হেফাজতে দেয় স্থানীয়রা।

এ ঘটনার সত্যতা নিশ্চিত করে রাজৈর থানার ওসি মোহাম্মদ মাসুদ খান জানান, ঘাতক ট্রাক চালককে ঘটনাস্থল থেকে আটক করা হয়েছে। ট্রাকটিও থানা হেফাজতে রয়েছে। এ বিষয়ে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।