Thu. Dec 5th, 2024

দেবীগঞ্জে নির্বাচনী গাড়ি ভাংচুর মামলায় যুবলীগের সাধারণ সম্পাদক মিঠু আটক 

একেএম বজলুর রহমান, পঞ্চগড় পঞ্চগড়ায় দেবীগঞ্জে উপজেলা নির্বাচনের ফলাফল ঘোষণা কে কেন্দ্র করে সহিংস ঘটনায় দয়া করা মামলায় দেবীগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক রাজু আহমেদ মিঠু কে আটক করা হয়েছে।
২ ডিসেম্বর সোমবার দেবীগঞ্জ উপজেলার করতোয়া সেতুর পশ্চিমপাড়ের নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়। দেবীগঞ্জ থানার এসআই রবিউল ইসলাম তাকে আটক করে।
দেবীগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সোয়েল রানা রাজু আহমেদ মিঠুকে আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন সরকারি গাড়ি ভাংচুর ও সরকারি কাজে বাধা দানের মামলায় তাকে আটক করা হয়েছে। ৩ ডিসেম্বর মঙ্গলবার তাকে আদালতে প্রেরন করা হবে।

উল্লেখ্য, দেবীগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনের দিন চলতি বছরের ২১ মে শালডাংগা ইউনিয়নের দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভোট কেন্দ্রে ফলাফল ঘোষনা করতে দেরি হওয়ায় হেলিকপ্টার মার্কার সমর্থকরা নির্বাচনী দায়িত্ব পালন করার সময় ব্যবহার করা সরকারি গাড়ি ভাংচুর করে ও সরকারি কাজে বাধাদান করে এবং নির্বাচনী কাজে নিয়োজিত লোকদের উপর হামলা করে। এতে কয়েকজন কর্মকর্তা আহত হন।

দামানীগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের
ভোট কেন্দ্রের প্রিজাইডিং অফিসার উপজেলা সমাজসেবা কর্মকর্তা গোলাম আজম বাদী হয়ে ২ জনের নামে ও ৬শ জনকে অজ্ঞাতনামা আসামি করে দেবীগঞ্জ থানায় মামলা দায়ের করেন। ওই মামলায় ২ জনকে ঘটনাস্থল হতে আটক করা হয়েছিল।

Related Post

Leave a Reply