Thu. Dec 5th, 2024

টাঙ্গাইলে সামছুল হোক ব্রীজের টোল বন্ধ চান স্থানীয়রা এক লুটেরা থেকে আরেক লুটেরার হাত বদল:  বরদাস্ত করা হবে না দলীয় কোন প্রভাব

আ:রশিদ তালুকদার,টাঙ্গাইল প্রতিনিধি:টাঙ্গাইল জেলার দেলদুয়ার ও নাগরপুর উপজেলায় সংযোগস্থল এলাসিনে ধলেশ্বরী নদীর উপর সামছুল হক সেতুটি ৯৪ কোটি ৪৫ লাখ টাকা ব্যয়ে ৫১৫.১২ মিটার দীর্ঘ ও ১০.২৫ মিটার প্রস্থের সেতুটি সড়ক ও জনপদ (সওজ) নির্মাণ করে। টাঙ্গাইল জেলার দুই উপজেলায় প্রায় ৪,৭৬,৫৪১ লাখ মানুষ এ সেতু দিয়ে পারাপার হয়েথাকে। স্বৈরাচার আওয়ামী লীগ সরকার কর্তৃক সেতুটি উদ্বোধনের পর থেকেই সরকারি রাজস্ব আদায়ের নামে নেওয়া হত অতিরিক্ত টোল করা হতো। ফলে ভোগান্তির শিকার হতো নাগরপুর-দেলদুয়ার জনসাধারণ
যানবাহনের চালকেরা। তবে ৫ ই আগস্ট স্বৈরাচার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পদত্যাগের পর (৮ই আগস্ট'২৪) নাগরপুরের ছাত্রসমাজ এই টোল নেওয়া বন্ধ করে দেয়। তার কিছু দিন পর থেকেই আবার শুরু হয় টোল এর
কার্যক্রম। নাগরপুরের জনসাধারণের দাবি ছিলো টোল মুক্ত শামসুল হক সেতু। স্বচ্ছতা নির্ভর জবাবদিহি মূলক রাজস্ব আদায় নিশ্চিত করতে নাগরপুরের বৈষম্য বিরোধী ছাত্র প্রতিনিধিগনের উপস্থিতিতে অতিরিক্ত জেলা
প্রশাসকের নিকট টোল বন্ধের দাবিতে স্বারক লিপি প্রদান করেছিলেন। কিন্তু টোল অার বন্ধ হয়ে নি! তবে স্থানীয়রা বলছেন যে, বিএনপি পন্থী মনির ও তাঁর দলবল নানান কলাকৌশলে টোল আদায় করেছেন। এ যেন
চোরের হাত থেকে, মুক্তি নিয়ে ডাকাতদের হাতে পরার মতো অবস্থা! স্থানীয় জনসাধারণ ও সাংবাদিকরা এই ব্রীজটির টোল থেকে চিরতরে মুক্তি চান।
এ বিষয়টি নিয়ে তাঁরা কথা বলায়, মির্জা মনিরের লোকজন, ছাত্র জনতার গণঅভ্যুত্থান ২৪শে, ১৮ জুলাই ২০২৪ তারিখে পেশাগত দ্বায়িত্বে রাষ্ট্রের কাজ করতে গিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ছাত্রলীগ কর্তৃক ছাত্র
-ছাত্রীদেরকে মারধোরের ভিডিও ধারন করতে গিয়ে ছাত্র লীগের হাতে নির্যাতিত-আহত সাংবাদিকের সাথে বেয়াদবি ও অপমান জনক আচরণ করে! মির্জা মনিরে সাথে কথা বললে, তিনিও তার লোকজনের হয়ে সাফাই
গান। যেহেতু কোন দল ক্ষমতায় এখনো আসেনি, অন্তরবর্তীকালিন সরকার রয়েছেন! ছাত্র আন্দোলনে অংশ নেয়ারা জানিয়েছেন, স্বৈরাচার সরকারে উৎখাতের ছাত্র ও জনতা জীবন দিয়েছেন, আরেক স্বৈরাচারের রাজত্ব
কায়েমের জন্য নয়। বাংলাদেশে, আওয়ামী লীগের অঙ্গ সংগঠন সময়র্থক সহ ভারতের দোসরা তাঁদের রুপ পরিবর্তন করে, যে কোন দলের ঘাড়ে ভর করে চেপে আসার চেষ্টা করছে বা করুক না কেন, তাঁদের কে চিহ্নিত
করে প্রয়োজনে ছাত্র-জনতা, সৃষ্ট নতুন ফ্যাসিবাদের বিরুদ্ধে আবারও মাঠে নামতে প্রস্তুত আছেন! রাষ্ট্র সংস্কারের রয়েছে অনেক বাকী। তাই কোন একক দল বা মত বরদাস্ত না করে, বিষয়টি প্রশাসনের উর্ধ্বতনদের
দৃষ্টি আকর্ষনের অনুরোধ জানাচ্ছি।

Related Post

Leave a Reply