নাটোর প্রতিনিধি : নাটোরে নলডাঙ্গা উপজেলায় সার ও বীজ মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২ ডিসেম্বর) দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে পরিষদ সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় চলমান সার বিষয়ে আলোচনা করা হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা(ইউএনও )মো.রেদুয়ানুল হালিমের সভাপতিত্বে এসময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কিশোয়ার হোসেন, কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ সাজ্জাদ হোসাইন, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মোঃ নাহিদুল ইসলাম নাহিদ,নলডাঙ্গা উপজেলা বিসিআইসি ডিলার মোঃ নাসির উদ্দিন হক,বিসিআইসি ডিলার মোঃ আব্দুর রশিদ খান,বিসিআইসি মোঃ সামসুল ইসলাম,বিএডিসি ডিলার মোঃ মাহাবুর রহমান, বিএডিসি ডিলার মোঃ মেহেদী হাসান , বিএডিসি ডিলার মোঃ তৌহিদুল রহমানসহ সার ও বীজ ডিলার, কৃষক, সাংবাদিক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ প্রমুখ।