Wed. Dec 4th, 2024

কালকিনিতে কবর জিয়ারত করলেন বিএনপি’র কেন্দ্রীয় নেতা খোন্দকার মাশুক 

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কালকিনি উপজেলার সাহেবরামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো.মাহবুবর রহমান মুরাদ সরদার ও লক্ষীপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোজাম্মেল হক বিশ্বাস এর বাড়িতে গিয়ে তাদের গর্বধারিণী মায়ের কবর জিয়ারত ও পরিবারকে শান্তনা দিয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় কমিটির সহ-সাংগঠনিক সম্পাদক খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
মঙ্গলবার বিকালে লক্ষীপুর ও সাহেবরামপুর ইউনিয়নে তাদের নিজ নিজ গ্রামে গিয়ে কবর জিয়ারত করেন। কবর জিয়ারত শেষে লক্ষীপুর এলাকার সূর্যমনি হাটে ঘুরে ঘুরে সাধারণ জনগনের সাথে কুশল বিনিময় করেন খোন্দকার মাশুকুর রহমান মাশুক।
এ সময় তার সাথে ছিলেন, সাবেক উপজেলা বিএনপি’র আহবায়ক মো. মিজানুর রহমান বেপারী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব এ্যাড. মিজানুর রহমান হাওলাদার, যুগ্ম সম্পাদক রোকনুজ্জামান রতন, যুগ্মসম্পাদক মো.শহিদ খান, পৌর বিএনপির সাবেক আহবায়ক মো.শহিদুজ্জামান তোতা, পৌর বিএনপির সাবেক সদস্য সচিব মো.নাসিরউদ্দিন ফকির লিটন, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মাসুদ রানা দুলাল,  যুবদলের নেতা আলী আজগর, যুবদল নেতা আকবর আলী, যুবদল নেতা শাহিন মৃধা, পৌর শ্রমিক দলের সভাপতি জুলহাস সরদার, উপজেলা ছাত্রদল নেতা রকিবুল ইসলাম রকি, উপজেলা ছাত্রদল নেতা তুষার আহমেদ আতাউল্লাহ সহ  স্থানীয় বিএনপির সহযোগী সংগঠনের কয়েক শত নেতা কর্মী কেন্দ্রীয় নেতার সঙ্গে ছিলেন।

Related Post

Leave a Reply