Thu. Dec 5th, 2024

পীরগঞ্জে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া ও কর্মী সভা অনুষ্ঠিত

মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : ভারতের আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল শেষে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার সুস্থতায় দোয়া মাহফিল ও পীরগঞ্জ পৌরসভার ৩ ও ৪নং ওয়ার্ড বিএনপি’র যৌথ কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার রাতে পৌরসভার ৩নং ও ৪নং ওয়ার্ডের ওই সভায় পৌর বিএনপির আহ্বায়ক সাইফুল আজাদের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন, জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলাম। এতে জেলা বিএনপির সদস্য সচিব আনিসুর রহমান লাকু, উপজেলা বিএনপির আহ্বায়ক মাহমুদুন্নবী চৌধুরী পলাশ, সদস্য সচিব অধ্যাপক জাকির হাসান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোস্তাফিজুর রহমান সেলিম, যুগ্ম আহবায়ক শাহিনুজ্জামান ও পীরগঞ্জ পৌর বিএনপির সদস্য সচিব ইয়াতিমুল হাসান লিটন, সিনিয়র যুগ্ম আহবায়ক ফজলার রহমান দুদু, যুগ্ম আহবায়ক আব্দুস সামাদ, আব্দুল করিম সরকার, মামুনুর রশিদ, বিএনপি নেতা আতাউর রহমান, গোলাম ফারুক নান্নু, শাহজাহান আলী মাষ্টার, স্বেচ্ছাসেবক দলের আহবায়ক আবু সোমা সবুজ, সদস্য সচিব ইমরান সরকার প্রমূখ। এ সময় আগামী সংসদ নির্বাচনে জেলা বিএনপির আহ্বায়ক সাইফুল ইসলামকে রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে ধানের শীষ প্রতীকে ভোট প্রার্থনা করা হয়। বক্তারা বলেন, ফ্যাসিস্ট শেখ হাসিনা বিদেশের মাটিতে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। ভারতের আগরতলায় বাংলাদেশের হাইকমিশনে হামলা করে বাংলাদেশকে অস্থির করা হচ্ছে। এতে আমাদেরকে দমিয়ে রাখা যাবে না। বাংলাদেশের মানুষ জীবন দিয়ে দেশকে রক্ষা করবে।

Related Post

Leave a Reply