মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধি : রংপুরের পীরগঞ্জে সড়ক দূর্র্ঘটনায় এক শিশু নিহত হয়েছে। বুধবার সকাল সাড়ে ১১টায় উপজেলার ধনাশালা দক্ষিনপাড়া পীরগঞ্জ-চতরা সড়কে এ ঘটনা ঘটে। নিহত মোজাহিদ (৫) ওই গ্রামের তাহেরুল ইসলামের ছেলে।
স্থানীয়রা জানায়, পীরগঞ্জ-চতরা ইট পরিবহনকারী একটি মিশুক চতরা অভিমুখে যাচ্ছিল। এ সময় তাহেরুল হঠাৎ রাস্তা পারাপারের সময় মিশুক গাড়িটির সামনে পড়ে গেলে গুরুতর আহত হয়। পরে স্থানীয়রা ওকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ এমএ ফারুক জানান, এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলমান রয়েছে।