ঢাকাWednesday , 4 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

বিরলে ভ্রাম্যমান আদালত কর্তৃক অবৈধ করাতকল মালিককে ৫ হাজার টাকা জরিমানাসহ করাতকল অনির্দিষ্টকালের জন্য বন্ধের ঘোষণা।

Mahamudul Hasan Babu
December 4, 2024 2:55 pm
Link Copied!

এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ দিনাজপুরের বিরলে লাইসেন্স বিহীন অবৈধভাবে করাতকল চালানোর অপরাধে এক মালিককে ৫ হাজার টাকা জরিমানাসহ অনির্দিষ্টকালের জন্য ওই করাতকল বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার উপজেলার ৩নং ধামইর ইউনিয়নের ধুকুরঝাড়ী বাজারে লাইসেন্স বিহীন অবৈধভাবে করাতকল চালানোর অপরাধে ভাই ভাই সো করাতকল এর মালিক জয়নুল ইসলাম’কে বিধিমালা ২০১২ এর ৩ (১) ও ১২ ধারা অনুযায়ী ৫ হাজার টাকা জরিমানাসহ ওই করাতকল অনির্দিষ্টকালের জন বন্ধ ঘোষণা করেছেন ভ্রাম্যমান আদালতের বিচারক উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট ইশতিয়াক আহমেদ। এ সময় উপস্থিত ছিলেন, ধর্মপুর ফরেস্ট বিট কর্মকর্তা মহসিন আলী ও বিরল থানার পুলিশ সদস্যগণ।
এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে ভ্রাম্যমান আদালতের বিচারক জানিয়েছেন।

বাংলাদেশ জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা’র নতুন কমিটি ঘোষণা
আমীর-হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সেক্রেটারী-আজমীর হোসাইন
এম, এ কুদ্দুস, বিরল (দিনাজপুর) প্রতিনিধি \ বাংলাদেশ জামায়াতে ইসলামী দিনাজপুরের বিরল উপজেলা শাখা’র (২০২৫-২০২৬ সেশনের) নতুন কমিটি’র পূর্ণাঙ্গ কর্মপরিষদ গঠিত হয়েছে।
বুধবার সকালে জামায়াতে ইসলামী বিরল উপজেলা শাখা’র দলীয় কার্যালয়ে মজলিশে শুরার শপথ ও প্রথম অধিবেশনে এই কমিটি গঠন করা হয়।
অনুষ্ঠানে পূর্ণাঙ্গ কমিটি’র নাম ঘোষণা করেন, প্রধান অতিথি দিনাজপুর জেলা জামায়াতে ইসলামী’র ওলামা ও তা’লিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারী এবং বিরল উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা অধ্যক্ষ একেএম আফজালুল আনাম ও বিশেষ অতিথি আইন-রাজনৈতিক বিভাগীয় সেক্রেটারী এ্যাডঃ মাহবুবুর রহমান ভুট্টো।
ঘোষিত কমিটি’তে আমীর হিসেবে পূণরায় হাফেজ মাওলানা আব্দুর রশিদ ও সেক্রেটারী পদে পূণরায় মোঃ আজমীর হোসাইন এর নাম ঘোষণা করা হয়। নব-গঠিত কর্মপরিষদে অন্যান্য সদস্যগণ হলেন, শ্রমিক কল্যাণ ফেডারেশন সভাপতি মোঃ নাজমুল ইসলাম, বায়তুল মাল সেক্রেটারী তাজমুল ইসলাম, সাংগঠনিক সেক্রেটারী নুর মোহাম্মদ, অফিস ও সমাজ কল্যাণ সেক্রেটারী একরামুল হক, সাংস্কৃতিক ও প্রচার বিভাগীয় সেক্রেটারী মোঃ হায়দার আলী, যুব বিভাগীয় সেক্রেটারী আব্দুর রাকিব এবং ওলামা ও তা’লিমুল কুরআন বিভাগীয় সেক্রেটারী মাওলানা হাবিবুর রহমান।
মজলিশে শুরার প্রথম অধিবেশনে নবনির্বাচিত মজলিশে শুরার সদস্যগণের নাম ঘোষণা ও শপথ পাঠ করানো হয়। পরে প্রধান অতিথি একেএম আফজালুল আনাম তার বক্তব্যে বলেন, জামায়াতে ইসলামী একটি গণমূখী সংগঠন। তাই এই নেতাকর্মীদের জনগনের জন্য সবসময় কাজ করে যেতে হবে। বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন থেকে শুরু করে সকল আন্দোলন-সংগ্রামে জামায়াত সর্বদা জনগনের পাশে থেকেছে।
তিনি আরো বলেন, সম্প্রতি ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে পাওয়া নতুন বাংলাদেশ তৈরীতেও জামায়াত জনগনের পাশেই রয়েছে। আমরা একটি ফ্যাসিবাদ ও দূর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ চাই। এ জন্য জাতীয় ঐক্যের কোনো বিকল্প নেই। জাতীয় ঐক্যের মাধ্যমে দেশকে সকল প্রকার ষড়যন্ত্র থেকে মুক্ত করতে হবে।