ঢাকাWednesday , 4 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা

Mahamudul Hasan Babu
December 4, 2024 2:59 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর জেলা পুলিশের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরের দিকে পুলিশ সুপারের কার্যালয় মিলনায়তনে মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়।

পুলিশ সুপার মাকসুদা আকতার খানম, পিপিএম-এর সভাপতিত্বে মাসিক অপরাধ পর্যালোচনা সভায় জেলার অপরাধ পরিসংখ্যান, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, অপরাধ নিবারণ, মামলা রুজু ও নিষ্পত্তি পর্যালোচনা এবং গুরুত্বপূর্ণ ও চাঞ্চল্যকর মামলা সমূহের তদন্তের অগ্রগতি সংক্রান্তে আলোচনা করা হয়।

সভায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ কামরুল আহসান, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জামিনুর রহমান খান,সদর থানার অফিসার ইনচার্জ আমানুল্লাহ আল বারী, মুজিবনগর থানার অফিসার ইনচার মিজানুর রহমান, ডিবির ওসি মেজবাউর রহমানসহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। পরে অফিসার্স ও কর্মকর্তাদের মাঝে সম্মাননা ক্রেস প্রদান করা হয়।