ঢাকাThursday , 5 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঠাকুরগাঁওয়ে ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি ধাক্কায়, নিহত-২

Mahamudul Hasan Babu
December 5, 2024 8:43 am
Link Copied!

ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলায় মাহেন্দ্র ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি  ধাক্কায় হারুন অর রশীদ ও আব্দুল খালেক নামে ২ ভুট্টা ব্যবসায়ীর নিহত হয়েছে।

বুধবার (৪ ডিসেম্বর) রাত সাড়ে ৮ টার দিকে উপজেলার চাপোর নামক স্থানে এ দূর্ঘটনা ঘটে বলে জানান পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম।

নিহত- হারুন অর রশীদের বাড়ি দিনাজপুর জেলার কাহারোল উপজেলার মুকন্দপুর গ্রামে। আর আব্দুল খালেকের বাড়ি ঐ একই উপজেলার ১৩ মাইল গড়েয়া এলাকায়। তারা দুজনে ধান ও ভুট্টা ব্যবসায়ী বলে জানা গেছে।

প্রত্যক্ষদর্শীর বরাতে ওসি তাজুল ইসলাম বলেন, ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ ও দিনাজপুরের বীরগঞ্জ পাকা সড়কে ডিজেল চালিত মাহেন্দ্র ট্রাক্টর ও একটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেল আরোহী হারুন অর রশীদ ও আব্দুল খালেক গুরুতর আহত হয়।

তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা গুরুতর অবস্থায় আহত দুইজনকে উদ্ধার করে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে আসে। এসময় হারুন অর রশীদের মৃত্যু হয়। অপরদিকে আব্দুল খালেককে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হলে সেখানে মৃত্যু হয় তার।

ওসি তাজুল ইসলাম বলেন, ঘটনার পর ঘাতক মাহেন্দ্র ট্রাকটি পালিয়ে যাওয়ার কারণে আটক করা সম্ভব হয়নি। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।