রওশন আলম, ডোমার (নীলফামারী) সংবাদদাতাঃ- নীলফামারীর ডোমার উপজেলার বোড়াগাড়ীর বাগডোকরা এলাকা থেকে দুই লাখ টাকা মুল্যের ১০০ বোতল ফেনসিডিলসহ সাবেক রেল মন্ত্রী সুজনের ব্যাক্তিগত কর্মকর্তা সহ দুইজনকে গ্রেফতার করেছে ডোমার থানা পুলিশ। গতকাল বুধবার রাতে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন – সাবেক রেল মন্ত্রী সুজনের ব্যাক্তিগত কর্মকর্তা ও দেবীগঞ্জ উপজেলা আ.লীগের সাংগঠনিক সম্পাদক দীপঙ্কর রায় মিঠুর(৩৫) বাড়ী পঞ্চগড় জেলার দেবীগঞ্জ পৌরসভার অমরখানা সাহাপাড়া এলাকায়। তার বাবার নাম মন্মথ রায়। অপরজন ডোমার উপজেলার দক্ষিণ কেতকী বাড়ী ইউনিয়নের পাঠানপাড়া এলাকার মৃত অলিয়ার রহমানের ছেলে মনছুর আলী(৩৪)। তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহ্রত ব্যাটারিচালিত অটো রিক্সা জব্দ করা হয়েছে।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরিফুল ইসলাম জানান, গোপন সংবাদের ভিক্তিতে জানতে পারি মাদক ব্যবসায়ীরা ফেনসিডিলসহ উপজেলার বোড়াগাড়ী ইউনিয়নের বাগডোকরা এলাকার রাস্তায় অবস্থান করছেন। এই তথ্যের ভিক্তিতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে তাদের কাছ থেকে দুই লক্ষ টাকা মুল্যের ১০০ পিচ ফেনসিডিলের বোতল উদ্ধার করা হয়েছে। আজ বৃহস্পতিবার মাদক মামলা দায়েরের পর তাদের দুইজনকে নীলফামারী জেল হাজতে পাঠানো হয়েছে।