ঢাকাThursday , 5 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

গাংনীতে ২০২৪ সালের জুলাই আগষ্টে ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা

Mahamudul Hasan Babu
December 5, 2024 3:45 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের গাংনীতে ২০২৪ সালের জুলাই আগস্টে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আহত ও শহিদদের স্মরণে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে। গাংনী উপজেলা প্রশাসনের আয়োজনে আজ বৃহস্পতিবার বিকেলে গাংনী উপজেলা নিবার্হী অফিসারের সম্মেলন কক্ষে আহত ও শহিদদের স্মরণে স্মরণ সভা অনুষ্ঠিত হয়।
গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সভাপতিত্বে স্মরণসভায় উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা শামসুল আলম সোনা, গাংনী উপজেলা বিএনপির সভাপতি ও একাধিকবারের ইউপি চেয়ারম্যান রেজাউল হক মাস্টার, উপজেলা বিএনপির সাধারন সম্পাদক ও সাহারবাটি ইউপির সাবেক চেয়ারম্যান আসাদুজ্জামান বাবলু, গাংনী থানার ওসি তদন্ত এস আই আব্দুল্লাহ আল মামুন, উপজেলা কৃষি অফিসার ইমরান হোসেন, গাংনী উপজেলা পরিষদ সোনালী ব্যাংক শাখার ম্যানেজার হাশেমউদ্দীন, বাংলাদেশ জামায়াতে ইসলামী গাংনীউপজেলা শাখার আমির ডা. রবিউল ইসলাম, গাংনী উপজেলা জামায়াতের নায়েবে আমির মো. নাজমুল হক, ্ইসলামী আন্দোলনের বর্ষীয়ান নেতা মাওলানা আব্দুল কাদের প্রমুখ।
স্মরণ সভায় অন্যান্যদেও মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা প্রকৌশলী ফয়সাল হোসেন, উপজেলা জনস্বাস্থ্য বিভাগের সকহারী প্রকৌশলী মাহফুজুর রহমান, উপজেলা নির্বাচন অফিসার কামরুল হাসান, গাংনী প্রাণিসম্পদ কর্মকর্তা (নব যোগদানকৃত) ডা, মোত্তালিব হোসেন, উপজেলা ভেটেরিনারী সার্জন ডা. আরিফুল ইসলাম, উপজেলা সাব রেজিষ্টার নাইমা ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা নাসিমা খাতুন, সহকারী উপজেলা শিক্ষা অফিসার আলাউদ্দীন, উপজেলা সমবায় অফিসার মনিরুজ্জামান, গাংনী সিনিয়র সাংবাদিক আমিরুল ইসলাম অল্ডাম, বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলনের মেহেরপুর জেলা সমন্বয়ক কমিটির সদস্য সচিব মুজাহিদুল ইসলাম, ছাত্র নেতা তানভীর মেহেদী ইমন, নাজমুল হক, সাদ্দাম হোসেন, আমির হামজা প্রমুখ।
আলোচনা শেষে গাংনী উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনে আহত ২ জন ছাত্র তানভীর মেহেদী ইমন ও নাজমুল হককে শুভেচ্ছা স্মারক ক্রেষ্ট উপহার প্রদান করা হয়।