ঢাকাThursday , 5 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

ঘাটাইলে  লক্ষাধিক টাকার ইয়াবাসহ বৈষম্য বিরোধী ৩ ছাত্র আটক

Mahamudul Hasan Babu
December 5, 2024 3:45 pm
Link Copied!

রবিউল আলম বাদল  ঘাটাইল(টাঙ্গাইল)প্রতিনিধি: টাঙ্গাইলের ঘাটাইলে ৪০০ পিস ইয়াবাসহ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিন ছাত্র প্রতিনিধিকে আটক করেছে টাঙ্গাইল ডিবি পুলিশ।
বুধবার (৩ ডিসেম্বর) দিনগত গভীর রাতে বীর ঘাটাইল গ্রামের সাগরিকা হোটেলের সামনে থেকে তাদের আটক করা হয়। যার আনুমানিক মুল্য ১লক্ষ ২০হাজার টাকা।
আটককৃতরা হলেন- ঘাটাইল উপজেলা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ছাত্র প্রতিনিধি কুশারিয়া গ্রামের মো. শাহ আলম (২৬)  হাফিজের ছেলে সাদমান মোহাম্মদ সাকি (২৪) ও কৈডলা গ্রামের সাবেক ইউপি সদস্য বন্দেছ আলীর ছেলে মো. সিয়াম (২০)।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী জানায় উপজেলা বিভিন্ন জায়গায় নিজেদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পরিচয় দিয়ে দীর্ঘদিন যাবৎ নেশা জাতীয় দ্রব্য ইয়াবা বিক্রি করে আসছিল।  গোপন সংবাদের  ভিত্তিতে বুধবার গভীররাতে জামুরিয়া ইউনিয়নের  বীর ঘাটাইল সাগরিকা হোটেল এলাকায় অভিযান চালায় ডিবি পুলিশ। এ সময় ৪০০ পিস ইয়াবাসহ মো. শাহ আলম, সাদমান মোহাম্মদ সাকি ও মো. সিয়ামকে আটক করা হয়। এ ঘটনায় তাদের নামে ঘাটাইল থানায় মাদক আইনে মামলা হয়েছে।
এ বিষয়ে ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই)  মোঃ নুরুজ্জামান  ঘটনার সত্যতা স্বীকার করে জানান  আসামিদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে।
ঘাটাইল থানার অফিসার্স ইনচার্জ (ওসি) রকিবুল ইসলাম মুঠোফোনে জানান  টাঙ্গাইল ডিবি পুলিশ ইয়াবাসহ ৩জন কে আটক করে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে। পরে তাদের কে জেল হাজতে প্রেরন করা হয়েছে।