ঢাকাFriday , 6 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

লালমনিরহাটে ৩০ বছর ঈমামতি করে পেলেন রাজসিক বিদায় সংবর্ধনা

Mahamudul Hasan Babu
December 6, 2024 12:43 pm
Link Copied!

মোঃ রেজাউল করিম, লালমনিরহাট।দীর্ঘ ৩০বছর মসজিদে ইমামতি শেষে রাজসিক বিদায় সংবর্ধনা পেলেন মাওলানা আকবার আলী। প্রিয় ঈমামের বিদায় বেলায় অনেক মুসল্লী আবেগ আপ্লুত হয়ে পরেন।

লালমনিরহাট সদর উপজেলার গোকুন্ডা ইউনিয়নের গুড়িয়াদহ পাটোয়ারীটারী জামে মসজিদে একাধারে ৩০ বছর ইমামতি করেছেন মাওলানা আকবার আলী। বার্ধক্য জনিত কারণে শুক্রবার ৬ ডিসেম্বর শেষ জুমা পড়িয়ে বিদায় নেন। মসজিদ কমিটির পক্ষ থেকে রাজসিক বিদায়ের আয়োজন করা হয়।

স্থানীয়রা মুসল্লীরা জানান, ১৯৯৪ সালে গুড়িয়াদহ পাটোয়ারীটারী জামে মসজিদের ইমামতির দায়িত্ব নেন মাওলানা আকবার আলী। ছাত্র জীবনে পড়াশোনার পাশাপাশি বিনা পারিশ্রমিকে নিয়মিত মসজিদের জুম্মার নামাজ পড়াতেন। আর সবশেষে মাসিক হারে যা সম্মানী পেতেন তাতেই তিনি সন্তুষ্ট ছিলেন। মাওলানা আকবার আলী বর্তমানের মসজিদটি নির্মাণে নানা সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন।
এসময় বক্তব্য রাখেন অত্র মসজিদের সভাপতি শিক্ষাবিদ আলহাজ¦ সৈয়দ আলী পাটোয়ারী, সহ-সভাপতি মোঃ ছাইফুল আলম পাটোয়ারী, কোষাধক্ষ্য সাংবাদিক মোঃ রেজাউল করিম, গোকুন্ডা ইউপির ২নং ওয়ার্ড সদস্য মোঃ রফিকুল ইসলাম, মোঃ জাফর আলী, খতিব মোঃ মাজেদুল ইসলাম সবুজ ও মোয়াজ্জ্বিন মোঃ নুরুল হক প্রমুখ।

শুক্রবার সবশেষ জুমার নামাজ পড়িয়ে ইমামতি জীবনের ইতি টানেন তিনি। প্রিয় ইমামের প্রতি শ্রদ্ধা ও সম্মান জানাতে মসজিদের মুসল্লিদের উদ্যোগে কিছু উপহার সামগ্রী তুলে দেয়া হয়। বিদায় নেয়া মাওলানা আকবার আলী বাড়ী সদর উপজেলা একই ইউনিয়নে বেড়পাঙ্গা গ্রামে, তিনি মৃত পয়ের উল্লাহ ছেলে। ব্যক্তি জীবেনে তার দুই ছেলে রয়েছে।