ঢাকাFriday , 6 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

রেড ক্রিসেন্ট সোসাইটির  সোহাগের বাড়ি থেকে বিপুল পরিমাণ কম্বল উদ্ধার

Mahamudul Hasan Babu
December 6, 2024 3:29 pm
Link Copied!

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুর জেলা রেড ক্রিসেন্ট সোসাইটির সদস্য শামসুজ্জোহা সোহাগের বাড়ি থেকে বিপুল পরিমাণ কম্বল উদ্ধার করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন মেহেরপুর জেলা শাখা।

শুক্রবার দুপুরের দিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের একটি দল পুলিশ সাথে নিয়ে সোহাগের বাড়িতে অভিযান চালাই। এ সময় ১৮৯ পিস কম্বল উদ্ধার করা হয়।

মেহেরপুর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক ইমতিয়াজ আহমেদ বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা সোহাগের বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ কম্বল জব্দ করেছি। কম্বলগুলো মেহেরপুর জেলা প্রশাসনের কাছে হস্তান্তর করা হয়েছে। জেলা প্রশাসন এবং পুলিশ প্রশাসন তদন্ত অনুযায়ী পরবর্তীতে ব্যবস্থা গ্রহণ করবে।