মোঃ আকতারুজ্জামান রানা পীরগঞ্জ (রংপুর) প্রতিনিধিঃ রংপুরের পীরগঞ্জে বলপুর্বক ধান কাটাকে কেন্দ্র করে এক সংঘর্ষে ৩ জন আহত ও অগ্নি সংযোগের ঘটনা ঘটেছে। গতকাল শুক্রবার সকালে চতরা ইউনিয়নের কুমারপুর গ্রামে এ ঘটনা ঘটে। এলাকাবাসী জানায়,উক্ত গ্রামের মৃত রিয়াজ উদ্দিনের ছেলে দেলবর হোসেন একই মৌজায় ৩০ শতক জমি ১৯৯২ সাল থেকে ভোগদখল করে আসছে। সম্প্রতি একই গ্রামের মৃত মোজাহার আলির ছেলে খালেক মিয়া (ছালেক)ওই জমিটি নিজের দাবি করে ১০/১২ জনের একটি সংঘবদ্ধ দল নিয়ে ধান কাটতে যায়। এ সময় দেলবর হোসেনের লোকজন তাদেরকে বাধা দিলে প্রতিপক্ষের লোকজন মৃত হায়দার আলী ছেলে জ্ঞাতি ভাই জিয়ারুল মিয়ার দুটি ঘরে অগ্নি সংযোগ করে। অবশ্য এলাকাবাসী সম্মিলিতভাবে আগুন নিয়ন্ত্রনে আনে। এ সময় উভয় পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়।
স্থানীয়রা জানান, খালেক মিয়া সাহেব মিয়া ইরাকের থাকার সুবাদে এলাকার লোকজনকে বিদেশ পাঠানোর কথা বলে বিপুল পরিমান টাকা হাতিয়ে নেয়। দেলবার হোসেন ছেলে আব্দুল হালিম মিয়ার নিকট থেকেও মোটা টাকা নিয়েছে। দীর্ঘ দিনেও তাকে বিদেশে পাঠাতে পারেনি। অথচ বাবরবার টাকা ফেরত চাইলেও তাকেটাকা য়েরত দেয়া হয়নি। এ ব্যাপারে পীরগঞ্জ থানায় অভিযোগ করেন আব্দুল হালিম মিয়া। ওই মামলায় ১ মাস ১১ দিন জেল হাজতবাসের পর জামিনে মুক্ত হয় খালেক মিয়া। ওই টাকা আত্মসাৎ করতেই তিনি নাটক তৈরি করছে বলে এলাকাবাসীর অভিমত। খালেক মিয়ার পরিবার জানায়, তারা গত ১২ বছর থেকে অই জমি চাষাবাদ করে আসছে। ঘটনার দিন ধান কাটতে গেলে তাদেরকে মারপিট ও বাড়িঘরে অগ্নিসংযোগ করে। মারপিটে আহত হয় খালেক মিয়া তার স্ত্রী সাহেদা বেগম এবং জিয়ারুল ইসলাম। চিকিৎসার জন্য এ তিন জনকেই রংপুর মেডিকেল এ ভর্তি রয়েছে। দেলবার হোসেনের পরিবার জানায়,ওরা বিদেশে লোক পাঠানোরও কথা বলে টাকা হতিয়ে নিয়েছে। বিদেশে পাঠাতে না পেরে বিভিন্ন ধরনের নাটক তৈরি করছে। আজকের ঘটনাও সম্পৃর্ন সাজানো ও মিথ্যা। এ বিষয়ে পীরগঞ্জ থানার ওসি এমএ ফারুক মিয়ার সাথে কথা হলে তিনি বলেন, ঘটনার পর থেকেই পুলিশ বিষয়টি নিয়ে কাজ করছে। তদন্ত করে সঠিক ব্যবস্থা নেয়া হবে বলেও তিনি জানান।