ঢাকাSaturday , 7 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মহাসড়কের ঝিকরগাছার লাউজানী রেলক্রসিংয়ে মরণ ফাঁদে পরিনীত : সংস্কারের দাবী তুলেছে সচেতন মহল

Mahamudul Hasan Babu
December 7, 2024 10:22 am
Link Copied!

আফজাল হোসেন চাঁদ, ঝিকরগাছা : যশোর-বেনাপোল মহাসড়কে মরণ ফাঁদে পরিনীত হয়েছে ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানীর বিপজ্জনক রেলক্রসিং ও যশোর সদর ইউনিয়নের পুলেরহাট। যার কারণে মহাসড়কে প্রতিনিয়ত ঘটছে ছোট-বড় দুর্ঘটনা।  এই মরণ ফাঁদে পরিনীত হওয়া সড়কটি সংস্কারের দাবী তুলেছেন এলাকার সচেতন মহল।
সরেজমিনে দেখা যায়, যশোর-বেনাপোল মহাসড়ক দিয়ে বাস, ট্রাকসহ নিত্যপ্রয়োজনীয় অনেক যানবহন এবং খুলনা-বেনাপোল ও বেনাপোল-ঢাকা যাত্রী-মালবাহী ট্রেন চলাচল করে। বেশ কয়েক বছর পূর্বে এই মহাসড়কটি সংস্কার করা হলেও সেটা আবারও মরণ ফাঁদে পরিনীত হয়েছে ঝিকরগাছা উপজেলার সদর ইউনিয়নের লাউজানীর বিপজ্জনক রেলক্রসিং। যশোর-বেনাপোল মহাসড়কের দুপাশেই বিভিন্ন স্থানে বিটুমিনের কার্পেটিং উঠে ও বসে গিয়ে ছোট বড় অনেক গর্তের সৃষ্টি হয়েছে। এ কারণে বেনাপোল ও ভোমরা স্থলবন্দরের পণ্যবাহী ট্রাক এবং যাত্রীবাহী বাস অত্যন্ত ঝুঁকি নিয়ে চলাচল করছে। সড়কের বেশি নাজুক ওই অংশটুকু পণ্যবাহী ট্রাক ও যাত্রীবাহী বাসগুলো হেলেদুলে পার হচ্ছে। তীব্র ঝাঁকুনিতে বাসের যাত্রীদের অবস্থা কাহিল। বর্তমানে সড়কটির পুলেরহাট ও লাউজানী রেলক্রাসিংয়ের উপর দিয়ে চলাচল অনুপযোগী হয়ে পড়েছে।
স্থানীয় বাসিন্দা শাকিল হোসেন বলেন, যশোর-বেনাপোল মহাসড়কের উপর দিয়ে রেললাইন পার হতে গিয়ে এখানে প্রতিনিয়ত ছোট-বড় দুর্ঘটনা ঘটেই চলেছে। এই স্থানটি খুবই দুর্ঘটনা প্রবণ এলাকা হিসেবে পরিচিতি  পেয়েছে। প্রায় সময় ছোট-খাটো দুর্ঘটনার খবর পাওয়া যায়। এছাড়াও শুকনোর সময় আমরা বাড়িতে ভাত খেতে বসলে দ্রুতগামী গাড়ীর ধুলাবালি বোঝায় হয়ে যায়। আমরা অতিদ্রুত সড়কটি সংস্কারের জোর দাবী করছি।
বেনাপোল বন্দর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাওয়া ট্রাকের চালক শাহবুদ্দিন বলেন, এই সড়কের উপর দিয়ে ট্রাক নিয়ে চলাচলের ফলে নষ্ট হচ্ছে ট্রাকের যন্ত্রপাতি। তা ছাড়া ট্রাক চালানোর সময় মনের মধ্যে সর্বদা ভয় বিরাজ করতে হয় কখন না জানি গাড়ি পাল্টি খায়। রাস্তাজুড়ে খানাখন্দ। চলাচলে খুবই সমস্যা হচ্ছে। কয়েক দিন আগে রাস্তার মধ্যে ৩৫ হাজার টাকা দামের একটি টায়ার ফেটে যায়। গাড়ির স্টিয়ারিং ভেঙে যাচ্ছে। ঝাঁকুনিতে গিয়ার-বক্সের যন্ত্রপাতি খুলে যাচ্ছে। শিগগির রাস্তা ঠিক না করলে গাড়ি চালানো হয়তো বন্ধ করে দিতে হবে।
সাতক্ষীরাগামী যাত্রীবাহী বাসের যাত্রী আলমগীর হোসেন আলম বলেন, কিছু পূর্বে যখন রাস্তা ঠিক হচ্ছিল তখন মনে করছিলাম। হয়তো আমাদের চলাচল করতে সমস্যা হবে না। এখন সব ঠিক হলেও লাউজানী রেলক্রাসিং ও পুলেরহাট বাজারের রাস্তা উচু-নিচু গর্তে ভর্তি।
ঝিকরগাছার অরাজনৈতিক স্বেচ্ছাসেবী সংগঠন ‘সৃষ্টির সেবা ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা ও সচেতন মহলের সদস্য হাবিবুর রহমান হাবিব বলেন, রাস্তা মানুষের চলাচলের জন্য। যার জন্য লাউজানী রেলক্রাসিং ও পুলেরহাট বাজারের এই দুস্থানের যশোর-বেনাপোল মহাসড়কের বেহাল দশা থেকে আমরা অতিদ্রুত মুক্তি পেতে অতিদ্রুত মহাসড়কটি সংস্কারের দাবী জানিয়েছেন।
ঝিকরগাছা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ভুপালী সরকার বলেন, রাস্তা ভাঙ্গার বিষয়ে আমরা আবেদন পেয়েই চেয়ে ছিলাম কোন ভাবে এটা সংস্কার করা যায় কিনা। আমাদের মাসিক মিটিংয়ে আলোচনা হয়েছে। আমাদের এখানে এলজিডির প্রকৌশলী আমাদের প্রস্তাব দিয়েছেন এটা স্থানীয় পর্যায়ে পৌরসভা কিংবা আমাদের মাধ্যমে নির্মাণ করা সম্ভব না। এটার জন্য আমাদের বড় একটা বরাদ্দের দরকার। এই কারণে এটার বিষয়ে জেলা মিটিংয়ে দাবী উপস্থাপন করা হবে এবং জেলা প্রশাসক স্যারের মাধ্যমে সংশ্লিষ্ট দফতরকে অবগত করা হবে।