পঞ্চগড় প্রতিনিধি: পঞ্চগড়ের সাত হাজার শিক্ষার্থী নিয়ে শীত আনন্দ উৎসব শুরু হয়েছে। শনিবার দুপুরে জেলার বোদা উপজেলার বেংহারী বনগ্রাম ইউনিয়নের তেপুকুরিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় চত্বরে শিশুস্বর্গ ফাউন্ডেশনের উদ্যোগে ও এভারেস্ট ফার্মাসিউটিক্যালের সহযোগিতায় এই শীত আনন্দ উৎসব শুরু হয়। অনুষ্ঠানে বোদা উপজেলার ১৮টি প্রাথমিক বিদ্যালয়ের ২ হাজার ৫০০ শিশু শিক্ষার্থীর হাতে শীতবস্ত্র ও স্কুল ব্যাগ সহ শিক্ষা উপকরণ তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি জেলা প্রশাসক সাবেত আলী ও জেলা বিএনপির সদস্য সচিব ফরহাদ হোসেন আজাদ। দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব দেলোয়ার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে এভারেস্ট ফার্মাসিউটিক্যালসের ম্যানেজিং ডিরেক্টর জাকির হোসেন, বোদা উপজেলার নির্বাহী কর্মকর্তা শাহরিয়ার নজির, সিনিয়র সহকারী পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) রুনা লায়লা প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন শিশুস্বর্গ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ। পর্যায়ক্রমে জেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের আরো ৪ হাজার ৫০০ জনের মাঝে শীতবস্ত্র ও শিক্ষা উপকরণ বিতরণ করা হবে।