আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনী বাজারের বিশিষ্ট হার্ডওয়ার ও কাপড় ব্যবসায়ী হারুন বস্ত্রালয়ের স্বত্ত্বাধিকারী ফজলুল হক বিশ্বাস (৭০) আর আমাদের মাঝে নেই। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন) ।তিনি আজ শনিবার সকাল পৌণে ১০ টার সময় ভারতে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন। বিশিস্ট ব্যবসায়ী ও সমাজ সেবক ফজলুল হক বিশ্বাস গাংনী উপজেলার জোড়পুকুরিয়া গ্রামের মৃত হারুন অর রশীদ বিশ্বাসের ছেলে। তিনি দীর্ঘদিন জটিল রোগে ভুগছিলেন। কখন মরদেহ দেশে আসবে এবং কখন দাফন করা হবে তা পরিবারের পক্ষ থেকে এখনও জানাতে পারেনি।