আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : গাংনীতে গ্রাম পুলিশদের বুনিয়াদি প্রশিক্ষণের খেলাধূলা সেশনের অংশ হিসেবে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। উক্ত খেলায় একদিকে অংশগ্রহন করেন কোর্স ম্যানেজমেন্ট টিম ও অন্যদিকে অংশগ্রহন করেন গ্রাম পুলিশ টিম। আজ শনিবার দুপুরের দিকে গাংনী ফুটবল মাঠে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। উক্ত ফুটবল ম্যাচের আয়োজন করে গাংনী উপজেলা প্রশাসন।
প্রীতিফুটবল ম্যাচের শুভ উদ্বোধন করেন গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা। খেলায় কোর্স ম্যানেজমেন্ট টিম ৩-১ গোলে গ্রাম পুলিশ টিম কে পরাজিত করে বিজয় লাভ করে। প্রীতি ফুটবল ম্যাচ শেষে বিজয়ী ও বিজিত দলের খেলোয়াড়দের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।