মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : “ নারী কন্যার সুরক্ষা করি, সহিংসতামুক্ত বিশ^ গড়ি” এই প্রতিপাদ্যে পঞ্চগড়ের আটোয়ারীতে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার ( ৯ ডিসেম্বর) বেলা ১১ টার দিকে আটোয়ারী উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে “ জয়িতা অন্বেষণে বাংলাদেশ ” র্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা করুণা কান্ত রায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন এবং স্বাগত বক্তব্য রাখেন। প্রতিপাদ্য বিষয়ের উপর গুরুত্বারোপ করে উপজেলা নির্বাহী অফিসার মোঃ শাফিউল মাজলুবিন রহমান প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান, আটোয়ারী আদর্শ মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ মোঃ আব্দুল মান্নান। নিজের অনুভুতি ব্যক্ত করে জয়িতাদের মধ্যে বক্তব্য রাখেন,শামীমা আক্তার ও জান্নাতুল ফেরদাউস উইলী। প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মোঃ শাফিউল মাজলুবিন রহমান রোকেয়া দিবসের তাৎপর্য ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সচেতন ও কাজ করার আহবান জানান। তিনি বলেন, নারীদের উন্নয়নের জন্য বেগম রোকেয়ার অসামান্য অবদানের কথা স্মরণ করে , বেগম রোকেয়ার আদর্শ ও উদ্যোগ থেকে অনুপ্রাণিত হয়ে দেশে নারীর উন্নয়ন ও ক্ষমতায়নে প্রত্যেককে নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভুমিকা রাখতে হবে। আলোচনা সভা শেষে ‘অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী’ ক্যাটাগরিতে শ্রেষ্ঠ জয়িতা জান্নাতুল ফেরদাউস উইলী ও ‘শিক্ষা ও চাকুরী ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী’ শামীমা আক্তার এর হাতে আনুষ্ঠানিকভাবে সম্মাননা স্মারক ও সনদ সহ পুরস্কার তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিবৃন্দ। এ সময় উপজেলা পরিষদের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, সাংবাদিক, মহিলা বিষয়ক অধিদপ্তরের অধিনে প্রশিক্ষনার্থী, প্রশিক্ষক সহ সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।