আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর প্রতিনিধি:মেহেরপুর সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র, পোশাক ও খেলার সামগ্রী বিতরণ করা হয়েছে।বুধবার সকালে মেহেরপুর সরকারি শিশু পরিবার মিলনায়তনে শীতবস্ত্র, পোশাক ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।
মেহেরপুর জেলা সমাজসেবা অধিদপ্তরের উপ-পরিচালক আসাদুল ইসলামের সভাপতিত্বে পোশাক ও খেলার সামগ্রী বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মেহেরপুরের জেলা প্রশাসক সিফাত মেহনাজ।এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আবির হোসেন,শহর সমাজসেবা কর্মকর্তা সোহেল মাহমুদ।পরে সরকারি শিশু পরিবারের শিশুদের মাঝে শীতবস্ত্র, পোশাক ও খেলার সামগ্রী বিতরণ করা হয়।