ঢাকাWednesday , 11 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

মাদারীপুরে পান বরজ আগুনে পুড়ে ছাই, ২০ লাখ টাকার ক্ষতি

Mahamudul Hasan Babu
December 11, 2024 1:09 pm
Link Copied!

জাহিদ হাসান, মাদারীপুর প্রতিনিধি:মাদারীপুরের কালকিনি পৌর এলাকার পাঙ্গাসিয়া গ্রামের ৪জন কৃষকের পান বরজ পুড়ে গেছে। এ ঘটনায় প্রায় ২০ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। বুধবার রাত ১টার এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ওসমানবেপারী সকালে কালকিনি থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন।

অভিযোগে ও স্থানীয়রা জানান, আমরা আমাদের বরে সারাদিন কাজ করে বাড়ি চলে যাই। রাত অনুমানিক ১টার সময় আমাদের কাছে ফোন আসে আমাদের বরজে আগুন জ্বলছে। তারাতারি বরজে গিয়ে আন্যান্যদের সাথে খালের পানি দিয়ে অনেক চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রন আনি। আগুন নেভানোর পর দেখতে পাই ২টি কেরোসিনের শিশি মাটিতে পড়ে আছে। এবং ৫টি স্থানে এক সময়ে আগুন লাগানো হয়েছে যাতে সমস্ত বরজ এক সাথে পুড়ে যায়।
আগুনে ক্ষতিগ্রস্থরা হলেন, ওসমানবেপারী, আঃ রব হাওরাদার, ভাষাই বেপারী, সোহাগ বেপারী। এরা সবাই কালকিনির পাঙ্গাসিয়া গ্রামের বাসিন্দা।
কালকিনি উপজেলা ফায়ার সার্ভিস কর্মকর্তা খোকন জমাদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফায়ার সার্ভিস যাওয়ার আগেই আগুন নেভানো হয়েছে।