ঢাকাThursday , 12 December 2024
  1. অপরাধ
  2. অর্থনীতি
  3. খেলাধুল
  4. জাতীয়
  5. বিনোদন
  6. বিশ্ব
  7. রাজনীতি
  8. সারাদেশ
আজকের সর্বশেষ সবখবর

আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে ষষ্ঠ শ্রেণির ভর্তি লটারী অনুষ্ঠিত

Mahamudul Hasan Babu
December 12, 2024 1:44 pm
Link Copied!

মোঃ জাহেরুল ইসলাম আটোয়ারী(পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের আটোয়ারী উপজেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান “ আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়” এ সরকারি সিদ্ধান্ত মেনে মেধা যাঁচাইয়ের মাধ্যমে ষষ্ঠ শ্রেণিতে ভর্তি পরীক্ষার পরিবর্তে লটারীর মাধ্যমে শিক্ষার্থী বাছাই অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার ( ১২ ডিসেম্বর) বেলা সাড়ে ১১ টায় বিদ্যালয় ক্যাম্পাসে এ লটারীর কার্যক্রম অনুষ্ঠিত হয়। বিভিন্ন শ্রেণি পেশার লোকজনের সমন্বয়ে লটারী কার্যক্রমের উদ্বোধন করেন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুল কবির মোঃ কামরুল হাসান। লটারী শুরু হওয়ার আগে বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আব্দুল কুদ্দুশ আবেদনকারী শিক্ষার্থীর অভিভাবকদের উদ্দেশ্যে লটারীর নিয়ম-কানুন ও ভর্তি সংক্রান্ত বিষয়ে বক্তব্য রাখেন। লটারী পরিচালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লুৎফুর কবির মোঃ কামরুল হাসান, একাডেমিক সুপারভাইজার মোঃ রেজাউন নবী রাজা ও উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি সহকারী প্রশাসনিক কর্মকর্তা মোঃ রুস্তম আলী। উম্মুক্ত লটারী ড্র অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান মোঃ শাহাজাহান, আটোয়ারী উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মোঃ ইউসুফ আলী,আটোয়ারী প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মনোজ রায় হিরু, বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-কর্মচারী, অভিভাবক ও গন্যমান্য ব্যক্তিগণ। প্রধান শিক্ষক বলেন, আটোয়ারী মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ের পরিবেশ, শিক্ষক-শিক্ষিকাদের আন্তরিক পাঠদান, অভিভাবকদের সহযোগিতা এবং শিক্ষার্থীদের মনোযোগ সহকারে লেখাপড়ার জন্যই বিদ্যালয়টি সুনামের সাথে এগিয়ে যাচ্ছে। ষষ্ঠ শ্রেণিতে ভর্তি হওয়ার জন্য মোট ৫০০টি আবেদন জমা হয়। এ বিদ্যালয়ের দু’টি শাখায় উম্মুক্ত লটারীর মাধ্যমে চুড়ান্তভাবে ১১০ জন শিক্ষার্থীকে ভর্তির জন্য নির্বাচিত করা হয়। এছাড়াও ১১০ জন শিক্ষার্থীকে অপেক্ষমান তালিকায় রাখা হয়।