বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : পঞ্চগড়ের বোদা উপজেলায় গরীব, অসহায় ও শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শুক্রবার সকালে উপজেলার চন্দনবাড়ি ইউনিয়নের প্রধান পাড়া এলাকায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় শাখার পক্ষ থেকে দেড় শতাধিক মানুষের মাঝে এই শীতবস্ত্র বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, পাঁচপীর ইউনিয়ন বিএনপির সভাপতি হুমায়ুন কবির লায়ন, সাকোয়া ইউনিয়ন বিএনপি সভাপতি মোজাফফর হোসেন, সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসেন, বোদা উপজেলার জিয়া পরিষদের সহ-সভাপতি আফতাবুর রহমান, মতিজা খাতুন, আব্দুস শহিদ কাবুল, মোস্তাক আহমেদ কাজল, গোলাম কিবরিয়া বাদল মাহমুদুল হাসান বাবু সাধারণ সম্পাদক বোদা রিপোর্টার্স ক্লাব প্রমুখ।