আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : শূন্যপদে শিক্ষক নিয়োগ নিতে গাংনী সরকারী ডিগ্রী কলেজের দুর্নীতিবাজ অধ্যক্ষ মনিরুল ইসলামের বিরুদ্ধে গড়িমসির অভিযোগ উঠেছে। কলেজের রসায়ন বিভাগসহ বিভিন্ন বিভাগে ৭/৮ জন শিক্ষকের পদ দীর্ঘদিন শূন্য থাকলেও অধ্যক্ষের দুনীর্তির কারনে অদ্যাবধি নিয়োগ দেয়া সম্ভব হয়নি। কলেজটি সরকারীকরণ হলেও অধ্যক্ষ, (উপাধ্যক্ষ) ১জন,রসায়ন বিভাগে ১ জন, ইসলামের ইতিহাস বিভাগে ১ জন, ইসলামিক স্টাডিজ বিভাগে ২ জন, ইংরাজী বিভাগে ১ জন, ভূগোল বিভাগে ২ জন, দর্শন বিভাগে ১ জন, আইসিটি বিভাগে ১জন, অফিস সহকারী ডেমোনেষ্ট্রেটর পদে ১ জন করে ৩ জন (পদার্থ, রসায়ন, জীববিজ্ঞান)এর পদ শূন্য রয়েছে। যে কারনে বিজ্ঞান বিভাগ ছাড়াও বিভিন্ন বিভাগে শিক্ষার্থী আশানুরুপ নেই। ঠিকমত শ্রেনি কক্ষে পাঠদান হয় না। বর্তমানে কলেজে পরীক্ষার্থী থাকলেও শিক্ষার্থীর অভাব রয়েছে।
অনিয়ম, দুর্নীতি আর স্বেচ্ছাচারিতার কারনে গাংনী সরকারী ডিগ্রী কলেজের ব্যবস্থাপনা , অবকাঠামোগত উন্নয়ন ,শিক্ষার মানোন্নয়ন নিয়ে প্রশ্ন উঠেছে। কলেজটি সরকারীকরণ হয়েছে বেশ ক.বছর আগে। ইতোমধ্যেই শিক্ষা বিভাগের নির্দেশনা মোতাবেক ২ জন প্রিন্সিপালকে নিয়োগ দেয়া হলেও স্থানীয়ভাবে রাজনৈতিক প্রভাব খাটিয়ে বর্তমান প্রশাসনিক কর্মকর্তা (ভারপ্রাপ্ত অধ্যক্ষ) মনিরুল ইসলাম তাদেরকে টিকতে দেয়নি। শিক্ষাবোর্ডের অনুমোদন না থাকলেও অবৈধভাবে শাখা শিক্ষক নিয়োগ দেয়া হয়েছে। পরে বেশ কয়েকজন শিক্ষক স্বেচ্ছায় অব্যাহতি নিয়েছে।
কলেজে আধিপত্য বিস্তার করে বিগত ১০ বছরে কোটি কোটি টাকার বাণিজ্য করেছে। গাংনী শহরে আলীশান ৩ তলা বাড়ী, নিজ গ্রাম চেংগাড়া পশ্চিম পাড়ায় বানিয়েছেন ২ তলা বাড়ি, এমনকি ঢাকাতেও ফ্লাট ক্রয়, মাঠে ২৫/৩০ বিঘা আবাদি জমিসহ কোটি কোটি টাকার সম্পদের পাহাড় গড়েছে বলে জানা গেছে। তার ব্যক্তিগত পরিচয় জানা গেছে, মনিরুল ইসলাম বঙ্গবন্ধু শিক্ষা গবেষণা পরিষদের গাংনী উপজেলা সভাপতি হিসেবে মনোনীত হয়েছিলেন। ছাত্র জীবনে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিবির সংগঠনে যুক্ত ছিলেন, রাজনৈতিক প্রেক্ষাপট পাল্টানোর সাথে সাথে মনিরুল ইসলামও রং বদল করে আওয়ামীলীগের রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে দুর্নীতিতে জড়িয়ে পড়েন।
এছাড়াও কলেজের শিক্ষকদের সাথে সমন্বয়হীনতা ,টাকা পয়সা লেন-দেনে অনিয়ম, কলেজের আয় ব্যয় সংরক্ষণে নিয়োগপ্রাপ্ত হিসাব রক্ষককে বাদ দিয়ে চতুর্থ শ্রেনির কর্মচারী পিয়ন দিয়ে হিসাব বিভাগ পরিচালনা করার অভিযোগ পাওয়া গেছে। অভিযোগ রয়েছে, কলেজের পুরাতন ভবনের (বর্তমানে আইসিটি ভবন) ইট , রড, জানালা , দরজাসহ সমুদয় মালামাল বিক্রিত অর্থ কলেজের উন্নয়ন কল্পে ব্যয় করার কথা থাকলেও তৎকালীন রাজনৈতিক নেতাদের ম্যানেজ করে কাগজে কলমে বিভিন্ন প্রকল্প দেখিয়ে টাকা আত্মসাত করেছেন। একইভাবে কোভিড-১৯ এর সময়ে কলেজের প্রায় ৫শ. শিক্ষার্থীদের পরীক্ষার ফরম ফিলাপের অর্থ শিক্ষা বোর্ড থেকে ১ লাখ ৫৫ হাজার টাকা ফেরত দেয়ার কথা থাকলেও দুর্নীতিবাজ অধ্যক্ষ মনিরুল ইসলাম নানা অযুহাত দেখিয়ে সেই অর্থ আত্মসাত করেছে। সেই টাকা শিক্ষার্থীদের ফেরত দেয়নি।
জানা গেছে, কলেজের শিক্ষক নিয়োগ,শিক্ষকদের ভেরিফিকেশন,এমপিওভুক্ত করণ, জাতীয়করণ ইত্যাদি কার্যক্রমে উৎকোচ দেয়ার নামে লাখ লাখ নয় ১ কোটি ২০ লাখ টাকা উত্তোলন করা হলেও তার কোন হিসাব দেয়া হয়নি। প্রায় ১০ বছর কলেজটি জাতীয়করণ হলেও আজও কয়েকজন শিক্ষক ও কর্মচারীদের জাতীয়করণ হয়নি। ফলে তাদের চাকরিজীবন অনিশ্চিত হয়ে পড়েছে।
এনিয়ে কলেজের অধ্যক্ষ মনিরুল ইসলামের সাথে আলাপকালে তিনি সব অভিযোগ অস্বীকার করে বলেন, আমি জ্ঞানত কোনো দুর্নীতি করিনাই। রাজনৈতিক চাপে আমাকে কলেজের কার্যক্রম চালাতে হয়েছে।
এব্যাপারে গাংনী সরকরী ডিগ্রী কলেজের পরিচালনা পর্ষদের সভাপতি ও গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহার সাথে জানতে চাইলে তিনি জানান, গাংনী সরকারী ডিগ্রী কলেজের নানা অনিয়ম দুর্নীতির অভিযোগ আমার নিকট রয়েছে। আমি খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পাওয়া গেলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।