Mon. Dec 23rd, 2024

গাংনীতে মরহুম আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনালে আমতৈলকে হারিয়ে মানিকদিয়া একাদশ চ্যাম্পিয়ন

আমিরুল ইসলাম অল্ডাম মেহেরপুর জেলা প্রতিনিধি : মেহেরপুরের গাংনীতে সাকসেস বয়েজ ক্লাব আয়োজিত মরহুমআরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্ট-২০২৪ এর ফাইনালে উপজেলার আমতৈল ফুটবল একাদশকে ০-১ গোলে হারিয়ে মানিকদিয়া ক্লাব ফুটবল একাদশ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে।
শুক্রবার বিকেলে ফাইনাল ম্যাচে গাংনী ফুটবল মাঠে গাংনী উপজেলার মানিকদিয়া ফুটবল একাদশ ১-০ গোলে পাশাপাশি গ্রাম গাংনী উপজেলা আমতৈল ফুটবল একাদশকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়।
শুক্রবার (১৩ ডিসেম্বর) ৩ টার সময় গাংনীর ঐতিহ্যবাহী ফুটবল মাঠে খেলা অনুষ্ঠিত হয়। খেলা নির্ধারিত সময়ের শেষ মুহূর্তে মানিকদিয়া ফুটবল দল ১ টি গোল জালে জড়ালে খেলা ফলাফল নিষ্পত্তি হয়।
সাকসেব বয়েজ ক্লাবের সভাপতি রকির সভাপতিত্বে ফাইনাল খেলায় আমন্ত্রিত অতিথি হিসেবে ভ্যাচুয়ালি উপস্থিত থেকে খেলা উপভোগ করেন ,মেহেরপুর জেলা বিএনপির আহবায়ক ও জেলা বিএনপির সিনিয়র সহ সভাপতি জননেতা জাভেদ মাসুদ মিল্টন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, গাংনী উপজেলা নির্বাহী অফিসার প্রীতম সাহা, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)র গাংনী উপজেলা শাখার সভাপতি রেজাউল হক মাষ্টার, মেহেরপুর জেলঅ বিএনপির সাবেক যুগ্ন সম্পাদক আব্দুল আওয়াল ও গাংনী পৌর যুবদলের আহবায়ক ও সাবেক কাউন্সিলর সাহিদুল ইসলাম প্রমুখ।
খেলা শেষে ম্যান অব দ্য ম্যাচের পুরস্কার লাভ করেন মানিকদিয়া ফুটবল একাদলের গোলদাতা এবং ম্যান অব দ্যা টুর্নামেন্টের পুরস্কারে মনোনীত হয় মানিকদিয়া ফুটবল একাদশের খেলোয়াড় । পর্যায়ক্রমে বিজয়ীদলকে ১ম পুরস্কার হিসেবে নগদ ১ লাখ টাকা ও বিজীত রানার্স আপ দল আমতৈল একাদশকে ২য় পুরস্কার ৬০ হাজার টাকা প্রদান রা হয়। সেই সাথে দুইদলের অধিনায়কের হাতে ক্রেষ্ট ও ট্রফি উপহার দেয়া হয়। পরবর্তীতে খেলার সাথে সংশ্লিষ্ট ধারাভাষ্যকার, অর্থ সহায়তাকারী ,রেফারী, ব্যক্তিদের সম্মাননা ক্রেষ্ট উপহার দেয়া হয়।

খেলা পরিচালনা করেন, বাফুফে’র প্রশিক্ষকপ্রাপ্ত রেফারী (প্রধান রেফারী ) আব্বাস আলী, সহকারী রেফারী ,মাহবুবুল হক, মনিরুল ইসলাম মনি ও সাইফুল ইসলাম টুটুল।
খেলায় ধারাভাষ্য প্রদান করেন মেহেরপুর নিউজের বার্তা সম্পাদক মিজানুর রহমান ও স্থানীয় স্বেচ্ছাসেবক বৃন্দ প্রমুখ।
ঐতিহ্যবাহী গাংনী ফুটবল মাঠে খেলা দেখতে চারিদিকে অসংখ্য সংখ্যক নানা বয়সী হাজার হাজার দর্শক শ্রোতা খেলা উপভোগ করেন।

Related Post

Leave a Reply