বোদা (পঞ্চগড়) প্রতিনিধি : বোদায় শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ ডিসেম্বর) সকালে উপজেলা প্রশাসনের সম্মেলনকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার শাহনিয়ার নজির এর সভাপতিত্বে আলোচনা সভায় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) এস এম ফুয়াদ, বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিম উদ্দীন, বোদা পৌর বিএনপির আহবায়ক আব্দুস সামাদ তারা, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক আসাদুল্লাহ আসাদ, বোদা সরকারি মডেল স্কুল এন্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ্য রুবেল ইসলাম প্রমুখ।
দিবসটির তাৎপর্য তুলে ধরে অতিথিরা বলেন, পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের শেষ দিকে যখন বুঝতে পারে তাদের পরাজয় নিশ্চিত, তখন বাঙালি জাতিকে মেধাশূন্য করার নীল নকশা তৈরি করে। এজন্য ১০ ডিসেম্বর থেকে ১৪ ডিসেম্বর পর্যন্ত আগ থেকে তালিকা করা এদেশের বুদ্ধিজীবীদের হত্যা করে। শহীদ বুদ্ধিজীবীরা বেঁচে থাকলে বাংলাদেশ আজ অনেক দূর এগিয়ে যেত।

 
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
                                     
  
                                     
                                 
                                 
                                 
                                