হারুন অর রশিদ সিংড়া (নাটোর) প্রতিনিধি.সিংড়ার চলনবিলে হঠাৎ শীতের প্রকোপ বৃদ্ধি পাওয়ায় অসহায় শীতার্ত মানুষের দুর্ভোগ বেড়েছে। এই দুর্ভোগ লাঘবে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে গরম কাপড় ও শীতবন্ত্র বিতরণ শুরু হয়েছে। শনিবার পল্লী কল্যাণ শিক্ষা সোসাইটি (পিকেএসএস) এর উদ্যোগে এবং এলিট গার্মেন্টস এর অর্থায়নে সিংড়া উপজেলার আট শতাধিক অসহায় ও প্রতিবন্ধী পরিবারের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
এই শীতবস্ত্র বিতরণ কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মাজহারুল ইসলাম। উপস্থিত ছিলেন পিকেএসএস এর নির্বাহী পরিচালক ডেইজি আহমেদ, সিংড়া উপজেলা প্রেসক্লাবের সভাপতি সাইফুল ইসলাম, পরিবেশ কর্মী আব্দুল আলীম খাজা, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য আবু বকর সিদ্দিক প্রমূখ।
ইউএনও মাজহারুল ইসলাম বলেন, অসহায় ও নিম্ন আয়ের মানুষের পাশে দাঁড়ানোর আহবান জানান।